জয় দিয়ে শুরু করলেন মেরি কম

এই অলিম্পিকে প্রথম মহিলাদের বক্সিং অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আর রবিবারই প্রথম শুরু হল গ্রেটেস্ট শো অন আর্থে মহিলাদের বক্সিং রিংয়ের লড়াই। আর প্রথম দিনই সাফল্য পেলেন ভারতের মেরি কম। প্রথম ম্যাচেই পোল্যান্ডের ক্যারোলিনকে ১৯-১৪তে হারিয়ে শেষ আটে পৌঁছে যান মেরি।

Updated By: Aug 5, 2012, 08:24 PM IST

ইতিহাসের দিনই সাফল্য পেলেন ভারতের মেরি কম। কোয়ার্টার ফাইনালে উঠলেন এই ভারতীয় মহিলা বক্সার।
এই অলিম্পিকে প্রথম মহিলাদের বক্সিং অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আর রবিবারই প্রথম শুরু হল গ্রেটেস্ট শো অন আর্থে মহিলাদের বক্সিং রিংয়ের লড়াই। আর প্রথম দিনই সাফল্য পেলেন ভারতের মেরি কম। প্রথম ম্যাচেই পোল্যান্ডের ক্যারোলিনকে ১৯-১৪তে হারিয়ে শেষ আটে পৌঁছে যান মেরি।
প্রথম রাউন্ডে দুপক্ষের পয়েন্ট সমান থাকলেও, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডেই নিজের জয় নিশ্চিত করে নেন মেরিকম।
প্রসঙ্গত, ৪৬কেজি ও ৪৮ কেজি লাইটওয়েট বক্সিং-এ অভ্যস্থ হলেও অলিম্পিকে নির্ধারিত ৫১কেজি ফ্লাই ওয়েটে খেলতে হয়েছে মেরিকমকে।
পদক থেকে আর মাত্র একধাপ দূরে মেরিকম। আর একমাত্র ম্যাচ জিতলেই পদক জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে ভারতের একমাত্র মহিলা বক্সারের। আর মাত্র একটি হার্ডলসের অপেক্ষায় মেরি সহ গোটা ভারত।

.