সোনালি স্বপ্ন দেখাচ্ছেন মেরি

ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গিয়েছে মেরি কমের। এবার টার্গেট সোনা বা রুপো।আর সেই লক্ষ্যেই বুধবার বক্সিং রিংয়ে নামছেন ভারতের মেরি কম।প্রতিপক্ষে বিশ্বের দুনম্বর নিকোলা অ্যাডামস।

Updated By: Aug 7, 2012, 09:14 PM IST

ব্রোঞ্জ নিশ্চিত হয়ে গিয়েছে মেরি কমের। এবার টার্গেট সোনা বা রুপো।আর সেই লক্ষ্যেই বুধবার বক্সিং রিংয়ে নামছেন ভারতের মেরি কম।প্রতিপক্ষে বিশ্বের দুনম্বর নিকোলা অ্যাডামস।
বিশ্বচ্যাম্পিয়েশিপে এই নিকোলার কাছে হারতে হলেও, অতীতের ঘটনার দিকে আর তাকাতে চাননা মেরি।স্বপ্নপূরণে তাঁর লক্ষ্য সোনা। এক সময় বাড়িতে কেউ জানতেন না তিনি বক্সার। একবার সংবাদপত্রে ছবি বেড়োনোর পর মা বাবা জানতে পারেন তাঁদের মেয়ে মেরিকম একজন বক্সার। মণিপুরের সেই প্রত্যন্ত গ্রামের মেয়ে যমজ সন্তানের মা মেরি কমই এখন লন্ডন অলিম্পিকে বক্সিংয়ের রিং দাঁপিয়ে বেড়াচ্ছেন। নানান প্রতিকুলতাকে পিছনে ফেলে সোনা জয়ের লক্ষ্যে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরিকম।
সোমবার কোয়ার্টার ফাইনালে টিউনিশিয়ার বক্সার মারোয়া রাহালিকে হারিয়ে ইতিমধ্যেই দেশের জন্য ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন তিনি। তবে ব্রোঞ্জে সন্তুষ্ট নয় মেরি। নজর সোনা উপর। অলিম্পিকে যে কোন পদক জেতা সম্মানের ব্যাপার, কিন্তু সোনাতেই পাঞ্চ মারতে মরিয়া বলে জানিয়েছেন তিনি। বুধবার সেমিফাইনালে ব্রিটেনের নিকোলা অ্যাডামসের বিরুদ্ধে রিংয়ে নামবেন মেরি। বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে নিকোলার কাছে হারতে হয়েছিল মেরিকে। প্রতিপক্ষ শক্ত হলেও নিজের সেরাটা দিতে মরিয়া মেরি। বিশ্বচ্যাম্পিয়ন হয়েও অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্ন ছিল অধরা। সেই স্বপ্নকে সোনা জিতে পূরণ করতে চান ভারতের এই মহিলা বক্সার।
 
 

.