Wimbledon 2023 Final: ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা

Marketa Vondrousova beats Ons Jabeur To Clinch Wimbledon 2023 Womens Final: অল ইংল্যান্ড ক্লাব পেয়ে গেল ফের এক নতুন মহিলা উইম্বলডন চ্য়াম্পিয়ন। ওনস জাবেরকে হারিয়ে মার্কেতা ভন্দ্রোসোভা হয়ে গেলেন চ্যাম্পিয়ন।

Updated By: Jul 15, 2023, 09:02 PM IST
Wimbledon 2023 Final: ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা
ট্রফি হাতে মার্কেতা ভন্দ্রোসোভা। ছবি-উইম্বলডন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উইম্বলডনের মহিলাদের ফাইনালে (Wimbledon 2023 Women’s Final) সেই ট্র্যাডিশন বজায় থাকল। ফের এক নতুন চ্যাম্পিয়নকে পেল অল ইংল্যান্ড ক্লাব (All England Lawn Tennis and Croquet Club)। ২০১৭ সাল থেকেই মহিলাদের বিভাগে কোনও খেলোয়াড়াই খেতাব ধরে রাখতে পারেননি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। শনিবার চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা (Marketa Vondrousova) স্ট্রেইট সেটে টিউনিশিয়ার ওনস জাবেরকে ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে দিলেন, ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ভন্দ্রোসোভা। টেনিসের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ওপেন যুগে প্রথম কোনও অবাছাই খেলোয়াড় হিসেবে ট্রফি জিতে নজির গড়লেন ভন্দ্রোসোভা। 

আরও পড়ুন: WATCH | Ishan Kishan: বিপক্ষের ১১ নম্বরের সঙ্গে রাহানের তুলনা! স্টাম্প-মাইকে ভাইরাল ঈশানের কথোপকথন

জাবেরের ভাগ্যে টেনিস বিধাতা উইম্বলডন খেতাব লেখেননি। গতবারও তাঁকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হল না। এলিনা রিবাকিনার কাছে তাঁকে খোয়াতে হয়েছিল ট্রফি। গতবছর যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালেও হারতে হয়েছিল জাবেরকে। জাবেরের 'চোকার্স' তকমা ঘুচল না এবারও। পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিল্ড নেওয়ার সময়ে জাবেরের চোখ জলে ভরে এসেছিল। এদিনের খেলার দেখে মনে হয়নি যে, জাবের খেতাব যুদ্ধে নেমেছেন। কার্যত তিনি অসহায় আত্মসমর্পণ করেন ভন্দ্রোসোভার কাছে। ফাইনালে খেলতে নেমে কোথাও জাবের আগ্রাসনটাই হারিয়ে ফেলেছিলেন। নাহলে তিনি ৩১টি 'আনফোর্সড এরর' করতেন না। সেখানে ভন্দ্রোসোভার অনিচ্ছাকৃত ভুলের সংখ্যা মাত্র ১৩! এদিন কেউই সার্ভিস ধরে রাখতে পারেননি। তবে ব্রেক আর পাল্টা ব্রেকের লড়াই দেখেছে অল ইংল্যান্ড কোর্ট।  'আনফোর্সড এরর' -এর জন্যই ডুবতে হল জাবেরকে।

আগামিকাল উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে সবার চোখ। সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলতে নামছেন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর তারকা কার্লোস আলকারাজ। জকোভিচের কাছে থাকছে রজার ফেডেরারের ৮ বার উইম্বলডন স্পর্শ করার সুযোগ। অন্যদিতে আলকারাজ এই প্রথম খেলবেন অল ইংল্যান্ড ক্লাবে ফাইনাল। দেখা যাক শেষ হাসি কে হাসেন! অভিজ্ঞতা না তারুণ্য!

আরও পড়ুন: India vs South Africa 2023-24 Tour: বিশ্বযুদ্ধের পরেই ম্যান্ডেলার দেশে ভারত, তিন ফরম্যাটের সূচি ঘোষিত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.