মস্তিষ্কে অস্ত্রোপচার মারাদোনার, কেমন আছেন ফুটবলের রাজপুত্র?
অস্ত্রোপচার সফল হওয়ায় মারাদোনাকে নিয়ে আপাতত কোনও ঝুঁকি নেই বলেই চিকিৎসকরা আশ্বস্ত করেছেন।
নিজস্ব প্রতিবেদন: আচমকাই অসুস্থ বোধ করায় বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে ভর্তি করা হয় দিয়েগো মারাদোনাকে। বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মাঝে মারাদোনাকে নিয়েও উদ্বেগ তৈরি হয়। চিকিত্সকরা সাফ জানিয়ে দেন, করোনা নয়। মানসিক অবসাদের কারণে দিয়েগোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে মারাদোনার।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মারাদোনার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করা হয়। দিয়েগোর মাথার অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। অস্ত্রোপচার সফল হওয়ায় মারাদোনাকে নিয়ে আপাতত কোনও ঝুঁকি নেই বলেই চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। আপাতত ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন ফুটবল কিংবদন্তি।
এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, গত দুদিন ধরে মারাদোনার নাকি শরীর ভালো যাচ্ছিল না। এমনকি খাবার কোনও ইচ্ছে ছিল না তাঁর। এরপর হাসপাতালে ভর্তি করা হয় দিয়েগোকে।
আরও পড়ুন - আবারও আইসিসির কাছে কিসের জন্য সওয়াল করলেন সচিন তেন্ডুলকর?