নাটকীয় জয়ে লিগ শীর্ষে ম্যান সিটি

ইত্তিহাদে ইতিহাস। খেতাবের জন্য রুদ্ধশ্বাস লড়াইয়ে একেবারে শেষ মূহুর্তে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি। কটনপলিস ম্যানচেস্টারে এখন রেড ডেভিলসদের সরিয়ে শুরু ব্লুজদের দাপট।

Updated By: May 13, 2012, 10:34 PM IST

ইত্তিহাদে ইতিহাস। খেতাবের জন্য রুদ্ধশ্বাস লড়াইয়ে একেবারে শেষ মূহুর্তে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি। কটনপলিস ম্যানচেস্টারে এখন রেড ডেভিলসদের সরিয়ে শুরু ব্লুজদের দাপট। সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ম্যান ইউয়ের অ্যাওয়ে ম্যাচ ও ঘরের মাঠে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিরুদ্ধে ম্যান সিটির ম্যাচ শুরু হয় একই সময়ে। মাত্র ২০ মিনিটে রুনির গোলে এগিয়ে যায় ম্যান ইউ। তখনও গোলশূন্য চলছে ম্যান সিটি-কুইন্স পার্ক রেঞ্জার্স ম্যাচ। অবশেষে ৩৯ মিনিটে ইতালীয় মানচিনির মুখে হাসি ফোটালেন আরেক ইতালীয় জাবালেতার গোল। দুটি ম্যাচের প্রথমার্ধে ম্যান সিটি ও ম্যান ইউ এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধে একের পর এক নাটক ঘটল ইত্তিহাদে।
সান্ডারল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে যখন ব্যবধান বাড়ানোর চেষ্টায় ম্যান ইউ, তখন ম্যান সিটির বিরুদ্ধে সিসের গোলে ম্যাচে সমতায় ফেরে কুইন্স পার্ক।
আবার নাটক।
বর্টন লালকার্ড দেখে বেরিয়ে যাওয়ায় দশজনের কুইন্স পার্কের লড়াই শুরু হয়। দশজনে হলেও ম্যান সিটির বিরুদ্ধে ম্যাকির গোলে এগিয়ে যায় কুইন্স পার্ক।নির্ধারিত নব্বই মিনিটে ম্যান সিটি দুই-এক গোলে পিছিয়ে থাকে। অন্যদিকে ১-০ গোলে এগিয়ে থেকে লিগ খেতাব জয়ের গন্ধ পেতে থাকে ম্যান ইউ।
তখনই ঘটে বছরের সেরা ফুটবল নাটক।
ইনজুরি টাইমে ৯২ মিনিটে জেকোর গোলে ম্যাচে সমতায় ফেরে ম্যান সিটি। এরপর সার্গেই অ্যাগুয়েরার গোলে ৩-২ ফলে কুইন্স পার্কের বিরুদ্ধে ম্যান সিটি জয় নিশ্চিত করে। দুমিনিটের ব্যবধানে দুই গোল ম্যান সিটির। স্বপ্ন শেষ হয়ে গেল ম্যান ইউয়ের। আর ম্যান সিটিকে জয় এনে দিয়ে ইংলিশ ফুটবলে সুপারস্টার বনে গেলেন মারাদোনার জামাতা আগুয়েরা।

.