প্রথম ম্যাচেই জয় পেল ম্যান ইউ, ম্যান সিটি

জয় দিয়েই ইউরোপা কাপের অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন ক্লাব আয়াক্স আমস্টারডামকে ২-০ গোলে হারিয়ে দিল অ্যালেক্স ফার্গুসনের দল।

Updated By: Feb 17, 2012, 11:41 PM IST

জয় দিয়েই ইউরোপা কাপের অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন ক্লাব আয়াক্স আমস্টারডামকে ২-০ গোলে হারিয়ে দিল অ্যালেক্স ফার্গুসনের দল। প্রথমার্ধে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পরালেও, দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরেন ওয়েন রুনিরা। ৫৯ মিনিটে অ্যাসলে ইয়ং গোল করে এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। খেলার শেষ হওয়ার ৫ মিনিট আগে ম্যান ইউয়ের পক্ষে স্কোর লাইন ২-০ করেন হার্নান্ডেজ। খেলার শেষে ফার্গুসন বলেন, হার্নান্ডেজের গোলে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচের আগে তাদের বাড়তি সুবিধা দেবে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতই ইউরোপা কাপের প্রথম ম্যাচে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও। পিছিয়ে পড়েও পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়ে দিল ইপিএলের তালিকায় শীর্ষে থাকা দলটি। খেলার শুরু থেকে আক্রমনাত্মক ফুটবল খেললেও, ২৭ মিনিটে সিলভেস্টর ভারেলার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। বিপক্ষের গোলকিপারের অনবদ্য পারফরম্যান্সের জন্য প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ইংল্যান্ডের দলটি। বিরতির পরপরই পেরেরার আত্মঘাতী গোলে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার সিটি। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে সার্গেই অ্যাগুয়েরার গোলে জয় পায় রবার্তো ম্যানচিনির দল। ইয়া ইয়া ত্যুরের সাজানো পাস থেকে গোল করে যান আর্জেন্টিনীয় স্ট্রাইকার।

.