আর্সেনালকে হারিয়ে ইপিএল শীর্ষে এখন রুনিরা

চেলসির পর এবার আর্সেনাল। ইপিএল পরপর দুটি মেগাম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে আলেক্স ফার্গুসনের দল ২-১ গোলে জিতল আর্সেনালের বিরুদ্ধে। রুনির পেনাল্টি মিস সত্ত্বেও ম্যান ইউয়ের জয় বিশেষ কঠিন হল না। ম্যাচের অন্যতম সেরা ঘটনা ম্যাচের একেবারে শুরুতেই ম্যান ইউয়ের রবিন ভান পার্সির গোল।

Updated By: Nov 3, 2012, 09:04 PM IST

ম্যানচেস্টার ইউনাইটেড (২) আর্সেনাল (১)
চেলসির পর এবার আর্সেনাল। ইপিএল পরপর দুটি মেগাম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে আলেক্স ফার্গুসনের দল ২-১ গোলে জিতল আর্সেনালের বিরুদ্ধে। রুনির পেনাল্টি মিস সত্ত্বেও ম্যান ইউয়ের জয় বিশেষ কঠিন হল না। ম্যাচের অন্যতম সেরা ঘটনা ম্যাচের একেবারে শুরুতেই ম্যান ইউয়ের রবিন ভান পার্সির গোল।
এই মরসুমে অনেক টাকা খরচ করে আর্সেনাল থেকে ম্যান ইউতে নিয়ে আসে ম্যান ইউ কর্তারা। আর পুরনো দলের বিরুদ্ধে গোল করে পেশাদারিত্বের নমুনা দিলেন পার্সি। ম্যাচের ৭৯ মিনিটে প্যাট ইভেরা ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন। খেলার একেবারে শেষ মিনিটে সমতায় ফেরেন কাজোরলা। দশ ম্যাচের পর শীর্ষে থাকা ম্যান ইউয়ের পয়েন্ট ২৪। অবশ্য চেলসি (৯ ম্যাচে ২২ পয়েন্ট) জিতলেই আবার রুনিদের টপকে শীর্ষে উঠে আসবে। আর্সেনাল ১০ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে।

.