Boxing Day Test: চমক! ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন বিশেষ পুরস্কার
ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারে থাকছে অভিনব চমক। বক্সিং ডে টেস্টে Boxing Day Test) যিনি হবেন ম্যাচের সেরা (Man of the Match) তাঁর জন্য অপেক্ষা করছে বিশেষ পুরস্কার।
নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে লজ্জাজনক হার টিম ইন্ডিয়ার। চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া (Team India)। শামি-কোহলিদের অনুপস্থিতিতে মেলবোর্নে (MCG) ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ রাহানে এন্ড ম্যানেজমেন্টের কাছে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)।
আরও পড়ুন -ভোকাল টনিক! দেশে ফেরার আগে টিম মিটিং করবেন Virat Kohli
এদিকে বক্সিং ডে টেস্টের Boxing Day Test) জন্য চমক নিয়ে হাজির ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারে থাকছে অভিনব চমক। বক্সিং ডে টেস্টে Boxing Day Test) যিনি হবেন ম্যাচের সেরা (Man of the Match) তাঁর জন্য অপেক্ষা করছে বিশেষ পুরস্কার।
The best player in the Boxing Day Test will be awarded the Mullagh Medal, named after the legendary Johnny Mullagh, captain of the 1868 cricket team who became the first Australian sporting team to tour internationally! #AUSvIND pic.twitter.com/3Ymx3QE4dS
— Cricket Australia (@CricketAus) December 21, 2020
প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়কের নামাঙ্কিত মুলাঘ (Johnny Mullagh) মেডেল দেওয়া হবে ম্যাচের সেরাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেই মেডেলের ছবি প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়া প্রাক্তন অধিনায়ক জনি মুলাঘের (Johnny Mullagh) নেতৃত্বেই অস্ট্রেলিয়া প্রথমবার বিদেশে খেলতে গিয়েছিল। ১৮৬৮ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরে গিয়ে ৪৫টি ম্যাচ খেলেছিল। যেখানে প্রাক্তন অজি অধিনায়ক ৭১ ইনিংসে ১৮৭৭ রান করার পাশাপাশি ২৫৭টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন - দেশের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করবে Afghanistan!