প্যারা অলিম্পিকে ইভেন্ট পরিবর্তন মালিক মহম্মদের

লন্ডন প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার জন্য ইভেন্ট পরিবর্তন করলেন আফগানিস্তানের অ্যাথলিট মালিক মহম্মদ। অ্যাথলেটিক্সের পরিবর্তে সাঁতারকে ইভেন্ট হিসাবে বেছে নিয়েছেন তিনি। ২০০৫ সালে মাইন বিস্ফোরণে ২টি পা হারান মহম্মদ। মার্কিন যুক্তরাষ্ট্রে ২বছর চিকিত্সা হয় এই আফগান অ্যাথলিটের। এরপর কৃত্রিম পা লাগানো হয়।

Updated By: Apr 4, 2012, 09:19 PM IST

লন্ডন প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার জন্য ইভেন্ট পরিবর্তন করলেন আফগানিস্তানের অ্যাথলিট মালিক মহম্মদ। অ্যাথলেটিক্সের পরিবর্তে সাঁতারকে ইভেন্ট হিসাবে বেছে নিয়েছেন তিনি। ২০০৫ সালে মাইন বিস্ফোরণে ২টি পা হারান মহম্মদ। মার্কিন যুক্তরাষ্ট্রে ২বছর চিকিত্সা হয় এই আফগান অ্যাথলিটের। এরপর কৃত্রিম পা লাগানো হয়।
কৃত্রিম পা লাগানোর পর মহম্মদ মনে করেছিলেন তিনি আর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফিরতে পারবেন না। কিন্তু তাঁর সতীর্থ এবং আফগানিস্তান অলিম্পিক ফেডারেশনের প্রেসিডেন্ট জাহির আকবরের অনুপ্রেরণা তাঁকে ফের ফিরিয়ে এনেছে মাঠে।
     
নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আফগানিস্তানের অন্যান্য প্রতিবন্ধীদের মধ্যেও প্রচার চালাতে শুরু করেছেন মালিক মহম্মদ। তাঁর দাবি কঠোর পরিশ্রম করলে অসম্ভবকে সম্ভব করা যায়।
     
 

.