ঝুঁকিহীন নির্বাচনে চমক বাংলার সামি আমেদ
ব্যর্থতার তালিকাটা দীর্ঘ হতে থাকলেও ভারতীয় ক্রিকেট বদল এলো না। নতুন নির্বাচক কমিটি সন্দীপ পাতিল অ্যান্ড কোং ঝুঁকির রাস্তায় না হেঁটে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে ঝুঁকিহীন নির্বাচনের রাস্তায় হাঁটল। তবে ঝুঁকিহীন নির্বাচনে চমক হিসাবে থাকল বাংলার পেসার সামি আমেদের নাম। একদিনের দলে সুযোগ পেলেন ২২ বছরের সামি। ঘরোয়া ক্রিকেট দারুণ ফর্মে থাকা সামির পাশাপাশি দলে থাকলেন অশোক দিন্দাও। শেষ কবে এক সঙ্গে বাংলার দুজন পেসার ভারতীয় দলে থেকেছেন তার জবাব পাওয়া যাচ্ছে না।
ব্যর্থতার তালিকাটা দীর্ঘ হতে থাকলেও ভারতীয় ক্রিকেট বদল এলো না। নতুন নির্বাচক কমিটি সন্দীপ পাতিল অ্যান্ড কোং ঝুঁকির রাস্তায় না হেঁটে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে ঝুঁকিহীন নির্বাচনের রাস্তায় হাঁটল। তবে ঝুঁকিহীন নির্বাচনে চমক হিসাবে থাকল বাংলার পেসার সামি আমেদের নাম। একদিনের দলে সুযোগ পেলেন ২২ বছরের সামি। ঘরোয়া ক্রিকেট দারুণ ফর্মে থাকা সামির পাশাপাশি দলে থাকলেন অশোক দিন্দাও। শেষ কবে এক সঙ্গে বাংলার দুজন পেসার ভারতীয় দলে থেকেছেন তার জবাব পাওয়া যাচ্ছে না।
এ ছাড়াও নতুন মুখ হিসাবে থাকলেন বোলার ভুবনেশ্বর কুমার। বাদ পড়লেন জাহির খান। হরভজন সিংও ঠাঁই পেলেন না। বাকি দলে চমক নেই। বীরেন্দ্র সেওয়াগের না থাকা নিয়ে জল্পনা চলছিল, কিন্তু বীরুতেই আস্থা রাখলেন নির্বাচকরা। যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মারাও দলে থাকলেন। টি-২০ দলে থাকলেন আম্বাতি রায়াড়ু, অশোক দিন্দা, পীযুষ চাওলা।
দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু ২৫ ডিসেম্বর। আর তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু ৩০ ডিসেম্বর।
একদিনের সিরিজে ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, অশোক দিন্দা, ভুবনেশ্বর কুমার, সামি আমেদ, অমিত মিশ্র।
টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, অশোক দিন্দা, ভুবনেশ্বর কুমার, পিযুষ চাওলা, পরিবিন্দার আওয়ানা।