'জল ফুটছে, ম্যাগি এখনও তৈরি হয়নি'- সিডনিতে ব্যর্থ রাহুল ট্রোলড টুইটারে
৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। খেললেন মাত্র ৬টি বল।
নিজস্ব প্রতিবেদন : ডনের দেশে যেন দুঃস্বপ্নের সফর চলছে কেএল রাহুলের। লাল বলে রান পাচ্ছেন না তিনি। আঠারোর ব্যর্থতা ঝেড়ে ফেলে উনিশেও সনাতনী ক্রিকেটে রান পেলেন না রাহুল। সিডনিতে শেষ টেস্টে সুযোগ পেয়েও ব্যর্থ হলেন। মাত্র ৯ রান করে আউট হলেন তিনি। তারপরের টুইটারে ঝড় উঠল। রীতিমতো ট্রোল হলেন রাহুল।
আরও পড়ুন - পূজারার অপরাজিত শতরানে ভর করে সিডনিতে বড় রানের লক্ষ্যে টিম ইন্ডিয়া
অ্যাডিলেডে প্রথম টেস্টে ২ ও ৪৪ রান করেন রাহুল। পারথে দ্বিতীয় টেস্টে ২ এবং ০ রান করেন তিনি। মেলবোর্নে তৃতীয় টেস্টে বাদ পড়েন। কিন্তু রোহিত শর্মা দেশে ফিরে যাওয়ায় চতুর্থ টেস্টে সিডনিতে আরও একটা লাইফ লাইন পেয়ে যান রাহুল। এই রকম একটা সুযোগ নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন অফ ফর্মে থাকা যে কোনও ব্যাটসম্যান। রাহুল কিন্তু সেটাও পারলেন না। শেষ টেস্টে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না কেএল রাহুল। মায়াঙ্ক আগরয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দীর্ঘদিনের বন্ধু রাহুল। কিন্তু ব্যক্তিগত ৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। খেললেন মাত্র ৬টি বল।
Oh what a start for the Aussies! The seam position on this from Josh Hazlewood #AUSvIND | @toyota_aus pic.twitter.com/0j237UD9i9
— cricket.com.au (@cricketcomau) January 2, 2019
রাহুলের আউট হওয়ার ধরণ দেখে ক্রিকেটফ্যানরা তো রীতিমতো বিরক্ত। শুধু তাই নয়, তাঁকে নিয়ে তো মস্করা করছেন ভক্তরা।
Just woke up at 5:00 in India to see KL Rahul out in 9 minutes.#wellplayed #what_a_batsman#AUSvIND #INDvAUS
— Nilanshu Varshney (@nilanshuvarshne) January 2, 2019
কেউ লিখেছেন, ''ভারতে সকালে পাঁচটায় ঘুম থেকে উঠলাম দেখলাম ৯ মিনিটে আউট কেএল রাহুল।''
It seems like I woke up at 5 am just to watch K L Rahul play his farewell match! #AUSvIND
— Kaushik (@GUYnecologist) January 2, 2019
আবার কেউ লিখেছেন, ''আমি ভোর পাঁচটার সময় উঠে দেখি কেএল রাহুল যেন তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলছে।''
Woke up @ 5 in this freezing cold weather. Only to see KL Rahul fail yet again. Why India why? Umesh Yadav as an opener makes more sense to me.#AUSvIND #SydneyTest #Rahul
— The Engineer Bro (@theengineerbroo) January 3, 2019
আর এক ক্রিকেট ভক্ত তো বলেই দিয়েছেন, ''এই ঠাণ্ডায় ভোর পাঁচটায় উঠলাম এই দেখতে, যে আবার ব্যর্থ রাহুল। কেন? উমেশ যাদবও যদি ওপেন করে এর চেয়ে ভালো হবে।''
Still A Better Opener Than KL Rahul #INDvAUS pic.twitter.com/4kSxDFq0wJ
— Buzz In The Town (@Buzzinthetown) January 3, 2019
একজন তো বোতল ওপেনারের ছবি দিয়ে লিখেছেন, ''কেএল রাহুলের থেকে ভালো ওপেনার।''
My Maggi isn't even done yet. water still boiling :(
— Debmalya Sinha (@_deb_null) January 2, 2019
আর এক ভক্ত লিখেছেন, ''জল ফুটছে, আমার ম্যাগি এখনও তৈরি হয়নি।''
KL Rahul trying to come back to form pic.twitter.com/tJEYA2AgRB
— Sonam Thakur FB (@IamThakurSonam) January 3, 2019
টম ও জেরির ছবি দিয়ে আবার একজন টুইট করে লিখেছেন ফর্মে ফেরার চেষ্টা করছেন রাহুল ..
KL Rahul spotted in the nets hours after his dismissal. Is it this overanalysing and over-stressing that is affecting his batting? #AusvInd @cricbuzz pic.twitter.com/t7EB5tRvRE
— Bharat Sundaresan (@beastieboy07) January 3, 2019
তবে সিডনিতে তাড়াতাড়ি আউট হওয়ার ঘণ্টা খানেক পরেই নেটে ব্যাট হাতে নেমে পড়েন রাহুল। সিডনিতে দ্বিতীয় ইনিংসেই যে তার সামনে শেষ সুযোগ সেটা ভালোমতোই বুঝে গিয়েছেন কেএল রাহুলও।