ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে করোনায় আক্রান্ত সুয়ারেজ
একের পর এক ফুটবলারের নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবরে ফুটবল বিশ্বে নতুন করে মারণ ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: ফুটবলে ফের করোনার থাবা। এডেন হ্যাজার্ড, ক্যাসেমিরো, মহম্মদ সালহারা করোনায় আক্রান্ত হওয়ার পর এবার করোনা সংক্রমনের কোপে লুই সুয়ারেজ।
উরুগুয়ে ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, সুয়ারেজের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। করোনা সংক্রমণ ধরা পড়ার পর আপাতত আইসোলেশনেই থাকছেন সুয়ারেজ। ফলে বুধবার বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারবেন না তিনি।
তবে একের পর এক ফুটবলারের নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবরে ফুটবল বিশ্বে নতুন করে মারণ ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে।
আরও পড়ুন - ক্ষমা চেয়ে শাকিব বললেন, "আমি (কালী পুজো) উদ্বোধন করিনি, একজন সচেতন মুসলমান হিসেবে আমি তা করব না"