Lovlina Borgohain: রাজকীয় সংবর্ধনায় ঘরে ফিরেলন লভলিনা বড়গোহাঁই

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে পদক এনে দিয়েছেন লভলিনা। 

Updated By: Aug 12, 2021, 11:16 AM IST
Lovlina Borgohain: রাজকীয় সংবর্ধনায় ঘরে ফিরেলন লভলিনা বড়গোহাঁই

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে ব্রোঞ্জ পদক জিতে নিজের ঘরে ফিরলেন লভলিনা বড়গোহাঁই (Lovlina Borgohain)। গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামের এই মেয়ে বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে ইতিহাস লিখেছেন।

মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে পদক এনে দিয়েছেন লভলিনা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি বিমানবন্দরে ছিলেন লভলিনাকে স্বাগত জানাতে। ফুলের তোড়া দিয়েই দেশের কৃতী মেয়েকে বরণ করে নেন তিনি। বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী টুইটারে নিজেই সেই ছবি শেয়ার করেছেন।

আরও পড়ুন: Salman-র দর্শন লাভ 'ভক্ত' Mirabai Chanu-র, বুধ-সন্ধ্যায় স্বপ্ন বাস্তবে!

লভলিনাকে স্বাগত জানাতে অসমের বিভিন্ন রাস্তায় পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছে। এমনকী তাঁর ছবি দেওয়া কাস্টোমাইজড বাসেরও ব্যবস্থা করা হয়েছিল। সেই বাসেই লভলিনা বিমানবন্দর থেকে নিজের ঘরে ফিরবেন। লভলিনা ব্রোঞ্জ পেয়ে খুশি হয়েছেন ঠিকই। কিন্তু তিনি জানিয়েছেন যে, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যেই তিনি নামবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.