Lovlina Borgohain: নির্যাতনের বিস্ফোরক অভিযোগ অলিম্পিক্স পদক জয়ী লভলিনার
কমনওয়েলথ গেমসের আগে বক্সিং ফেডারেশনের (Boxing Federation of India) বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন। জানালেন তাঁর বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতি চলছে ফেডারেশনে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বছর আগে টোকিয়ো অলিম্পিক্সে বক্সিংয়ে ব্রোঞ্জ এনেছিলেন তিনি। অসমের সেই মহিলা বক্সার লভলিনা বড়গোহাঁই ( Lovlina Borgohain) এবার কমনওয়েলথ গেমসের আগে বক্সিং ফেডারেশনের (Boxing Federation of India) বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন। জানালেন তাঁর বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতি চলছে ফেডারেশনে। এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে খেলতে বার্মিংহামে রয়েছেন অসমের প্রথম মহিলা পদকজয়ী অলিম্পিয়ান।
লভলিনা টুইটারে লেখেন, "খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার সঙ্গে নির্যাতন করা হচ্ছে। যে কোচেরা আমাকে পদক আনতে সাহায্য করেছেন, সেই কোচেদের বার বার বদল করে দেওয়া হচ্ছে। এদের মধ্যে এক কোচ সন্ধ্যা গুরুং দ্রোণাচার্য। বহু অনুরোধের পরে আমার দুই কোচকে জাতীয় শিবিরে ডাকা হয়েছে। কিন্তু তা অত্যন্ত দেরি করে। এতে আমার অনুশীলন ব্যাহত হয়েছে। মানসিক নির্যাতনেরও শিকার হয়েছি। এখন সন্ধ্যাজিকে কমনওয়েলথ গেমসে ভিলেজে প্রবেশাধিকার দেওয়া হয়নি। আমার প্রস্তুতি ফের ব্যাহত হচ্ছে গেমস শুরু হওয়ার আট দিন আগে। আমার দ্বিতীয় কোচকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জানি না, কীভাবে মনোনিবেশ করব। এই ঘৃণ্য রাজনীতির জন্য আমার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফল ভাল হয়নি। এ ভাবে কমনওয়েলথ গেমসের ফল খারাপ করতে চাই না। আশা করছি এই রাজনীতি সরিয়ে দেশকে পদক দিতে পারব। "
লভলিনার বাবা টিকেন বড়গোহাঁইকে ফোন করা হলে তিনি বলেন, "এই ব্যাপারে আমার কাছে কোনও খোঁজখবর নেই। কিছুই জানি না। গতকাল লভলিনার সঙ্গে কথা হয়েছে আমার। আজ হয়নি। আমি ফেডারেশেনর সচিবের সঙ্গে কথা বলার পরেই জানতে পারব। তারপরেই বলতে পারব। আমি ট্যুইট পড়েছি। এখন কিছু বলতে পারব না। খেলার ব্যাপারে আমার কোনও কথা হয়নি। শুধু আয়ারল্যান্ড থেকে বার্মিংহ্যাম যাচ্ছে বলেই জানিয়েছিল।"
বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সচিব হেমন্ত কলিতা এই বিষয়ে ফোনে বলেন, "এই ব্যাপারে ফেডারেশনের কাছে কোনও খবর ছিল না। কোনও অভিযোগও নেই। কোচের বিষয়টি ভারতীয় অলিম্পিক্স সংস্থা দেখে। এখানে কোটা থাকে। ১২ জন কোয়ালিফাই করেছে। আমরা কোচ, ফিজিও, ম্যানেজার ও ডাক্তার মিলিয়েই চারজনকে পাঠাতে পারি। তাও আমরা আইওএ-কে অনুরোধ করে সংখ্যাটা আট করেছি। একজন ডাক্তার, দু'জন ফিজিও, একজন মেসিও ও পাঁচজন কোচ গিয়েছেন। আমরা ব্যক্তিগত ভাবে কোনও কোচকে পাঠাইনি। পাঠাতেও পারি না। কারণ এটা নীতির বাইরে। লভলিনা যেহেতু অলিম্পিক্স পদক জয়ী, সেহেতু ওর জন্য আমরা সন্ধ্যা গুরুংকে পাঠিয়েছি। কেন্দ্রীয় সরকারও অনুমোদন দিয়েছে। লভলিনার কোচ বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছেন। কিন্তু অ্যাক্রিডিটিয়েশন কার্ডের জন্য ভিতরে ঢুকতে পারেননি। এই কার্ড আমাদের হাতে থাকে না। অলিম্পিক্স অ্যাসোসিয়েশন দেখে। এই কার্ড পেলেই উনি ভিতরে ঢুকতে পারবেন।"টোকিও অলিম্পিক্সেওয়েল্টারওয়েট বিভাগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই চেন নিয়েনকে হারিয়ে দিয়েছেন লভলিনা। আর এই জয়ের সঙ্গে ব্রোঞ্জ পান তিনি।
আরও পড়ুন: Lovlina Borgohain: নির্যাতনের বিস্ফোরক অভিযোগ অলিম্পিক্স পদক জয়ী লভলিনার
আরও পড়ুন: Messi | Barcelona: 'ঘরের ছেলে' কি ঘরে ফিরছে? চাইছেন জাভি, মেসির প্রত্যাবর্তনের অপেক্ষায় বার্সেলোনা
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)