দ্রুততম সেঞ্চুরির ছক্কা গিয়ে পড়ল ছোট্ট মেয়ের মাথায়, ম্যাচ শেষে মন জিতলেন Devine

৩১ বছর বয়সী ডিভাইন এদিন ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ডটিনের রেকর্ড। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ডটিন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 14, 2021, 05:56 PM IST
দ্রুততম সেঞ্চুরির ছক্কা গিয়ে পড়ল ছোট্ট মেয়ের মাথায়, ম্যাচ শেষে মন জিতলেন Devine
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন:  মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নিউ জিল্য়ান্ডের অধিনায়ক সোফিয়া ডিভাইন। ওয়েলিংটন ব্লেজের হয়ে ঘরোয়া ক্রিকেটে ৩৬ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। সেঞ্চুরির করার পথে ডিভাইনের হাঁকানো ছক্কায় আঘাত পায় ছোট্ট একটি মেয়ে। ম্যাচ শেষে খুদে ক্রিকেটপ্রেমীর সঙ্গে দেখা করলেন ডিভাইন। জিতে নিলেন নেটিজেনদের মন।

৩১ বছর বয়সী ডিভাইন এদিন ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ডটিনের রেকর্ড। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন ডটিন।

আরও পড়ুন- আটশো উইকেট পেতে পারেন! Ashwin-কে নিয়ে বড় কথা বললেন Muralitharan

বৃহস্পতিবার  ছক্কা মেরে সেঞ্চুরি করেন ডিভাইন। আর ডিভাইনের সেঞ্চুরির সেই ছক্কা সোজা গিয়ে পড়ে দর্শকাসনে বসে থাকা এক ছোট্ট মেয়ের মাথায়। ম্যাচ শেষে সেই খুদে দর্শকের কাছে গিয়ে ডিভাইন ক্রিকেটিয় সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে দেখা যায় মেয়েটি দিব্যি রয়েছে। এমনকী খুদে ক্রিকেটপ্রেমীর সঙ্গে ছবিও তোলেন ডিভাইন।  
 
আরও পড়ুন- Ind vs Aus: চোটে জেরবার Team India ব্রিসবেন টেস্ট জিতবে: Shoaib Akhtar

.