লোধার প্রস্তাব কী মান্যতা পাবে, মামলা সুপ্রিমকোর্টে

লোধার প্রস্তাব কার্যকর করা নিয়ে বোর্ডের অন্দরেই মতানৈক্য। বিদর্ভ,রাজস্থানের পর ত্রিপুরাও লোধার প্রস্তাবকে মান্যতা দিতে চায়। শনিবারের বৈঠকের পর ত্রিপুরা ক্রিকেট সংস্থার ডিগবাজিতে বিপাকে অনুরাগ ঠাকুররা। আজ সুপ্রিম কোর্টে লোধার প্রস্তাবের বিরোধিতা করে সওয়াল করবেন বোর্ডের আইনজীবী।

Updated By: Oct 17, 2016, 12:25 PM IST
লোধার প্রস্তাব কী  মান্যতা পাবে, মামলা সুপ্রিমকোর্টে

ওয়েব ডেস্ক: লোধার প্রস্তাব কার্যকর করা নিয়ে বোর্ডের অন্দরেই মতানৈক্য। বিদর্ভ,রাজস্থানের পর ত্রিপুরাও লোধার প্রস্তাবকে মান্যতা দিতে চায়। শনিবারের বৈঠকের পর ত্রিপুরা ক্রিকেট সংস্থার ডিগবাজিতে বিপাকে অনুরাগ ঠাকুররা। আজ সুপ্রিম কোর্টে লোধার প্রস্তাবের বিরোধিতা করে সওয়াল করবেন বোর্ডের আইনজীবী।

আরও পড়ুন- লোধার প্রস্তাব কার্যকর করা নিয়ে ঘরে মধ্যেই বিরোধিতার মুখে বিসিসিআই

সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল নিঃশর্তভাবে লোধার প্রস্তাব কার্যকর করতে হবে। ফলে সোমবার চূড়ান্ত রায় জানিয়ে বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের সরিয়ে প্রশাসনিক কর্তা বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেয় কি না সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল। শুধু দেশের ক্রিকেট মহলই নয়, এই মামলায় দেশের শীর্ষ আদালতের নির্দেশ বা পর্যবেক্ষণের উপর নজর রাখছে আন্তর্জাতীক ক্রিকেট দুনিয়াও।

আরও পড়ুন  একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হলেন হার্দিক পাণ্ডিয়া

.