ফাইনাল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে আক্রান্ত মেসি, আগুয়েরোর পরিবার
স্যান্টিয়াগোতে কোপা আমেরিকার ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে আক্রান্ত হল লিওনেল মেসির পরিবার। এমনকী মেসির ভাইয়ের গায়ে হাতও চালান এক চিলির সমর্থক, এমনও অভিযোগ উঠেছে। মেসির পরিবারকে উদ্দেশ্য করে ম্যাচের শুরু থেকেই বিদ্রুপ উড়ে আসছিল। মেসির ভাই রদ্রিগো প্রতিবাদ করতে গেলে হাফটাইমের কিছু আগে চিলির সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হয়।
ওয়েব ডেস্ক: স্যান্টিয়াগোতে কোপা আমেরিকার ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে আক্রান্ত হল লিওনেল মেসির পরিবার। এমনকী মেসির ভাইয়ের গায়ে হাতও চালান এক চিলির সমর্থক, এমনও অভিযোগ উঠেছে। মেসির পরিবারকে উদ্দেশ্য করে ম্যাচের শুরু থেকেই বিদ্রুপ উড়ে আসছিল। মেসির ভাই রদ্রিগো প্রতিবাদ করতে গেলে হাফটাইমের কিছু আগে চিলির সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হয়।
এরপরই চিলির এক সমর্থক আক্রমণ করতে শুরু করেন মেসির ভাইয়ের ওপর। প্রথম দর্শকের ভূমিকায় থাকলেও পুলিস এসে মেসির পরিবারকে সম্প্রচার সংস্থার (টিভি চ্যানেলের) ঘরে নিয়ে চলে যান। একই সময়ে সার্জিও আগুয়েরোর পরিবারের সদস্যদেরও অপমান করে চিলির একদল সমর্থক। ঘটনায় বেশ ক্ষুব্ধ আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এদিকে, আর্জেন্টিনার কোচ তাতা মার্টিনো বলেছেন, তারা ফাইনালে মোটেও হেরে যাওয়ার মত খেলেননি।
রুদ্ধশ্বাস লড়াইয়ে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনাকে চার-এক গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। কোপার ৯৯ বছরের ইতিহাসে প্রথমবার লাতিন সেরা হয়ে নজির গড়লেন অ্যালেক্সি স্যাঞ্চেজ, আর্তুরা ভিদালরা।
আর্জেন্টিনার থেকে কিছুটা পিছিয়ে শুরু করলেও চমক দিল এবারের কোপার ডার্ক হর্স চিলি। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের এক বছর পর কোপার ফাইনালেও হার মেসিদের। কোচ সাম্পোর্লি স্ট্যাটেজি ও ভিদাল,ভার্গাসদের প্রেসিং ফুটবলার কাছে হারল মানল আর্জেন্টিনা।