Lionel Messi vs PSG Fans: ভালোবাসা, আবেগ পরিণত হল ব্যঙ্গ-বিদ্রুপে! পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার মেসি

এখনও পর্যন্ত পিএসজি-র হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। গোল করেছেন ২৯টি। তাঁর কাছে সমর্থকদের প্রত্যাশা আরও বেশি। বিশেষ করে গত বিশ্বকাপের পর থেকে মেসির ছন্দে কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করছেন সমর্থকদের একাংশ। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 3, 2023, 09:42 PM IST
Lionel Messi vs PSG Fans: ভালোবাসা, আবেগ পরিণত হল ব্যঙ্গ-বিদ্রুপে! পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার মেসি
পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার হয়ে হতবাক লিওনেল মেসি। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার ফরাসি লিগে হারের মুখ দেখল প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain)। রবিবার রাতে অর্থাৎ ২ এপ্রিল লিওর কাছে তারকাখচিত দল হেরেছে ১-০ ব্যবধানে। এই নিয়ে চলতি মরসুমে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ হারলেন লিওনেল মেসির (Lionel Messi) দল। সপ্তাহ দুয়েক আগে ঘরের মাঠে রেনের কাছে ২-০ গোলে হেরেছিল পিএসজি (PSG)। নতুন বছরে লিগ ওয়ানের পাঁচ ম্যাচে হারল ফ্রান্সের দল। ঘরের মাঠে টানা দুই হারের পর মেসির উপর ব্যাপক চটেছেন পিএসজি-র সমর্থকরা। ফলে আর্জেন্টিনার (Argentina) মহাতারকার প্রতি ভালোবাসা, আবেগ পরিণত হল ব্যঙ্গ-বিদ্রুপে! পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার হলেন 'এল এম টেন' (LM 10)।   

একের পর এক পরাজয়ে পিএসজি সমর্থকরা হতাশ। খেলার পর মেসিকে বিরুদ্ধে গ্যালারি জুড়ে স্লোগান উঠে গেল। কিন্তু ম্যাচের শুরুতে দৃশ্যটা এমন ছিল না। স্টেডিয়ামে দুই দলের প্রথম একাদশের ফুটবলারদের নাম ঘোষণার সময় এই দর্শকরাই মেসির নাম ধরে চিৎকার করছিলেন। এখন পর্যন্ত পিএসজির হয়ে ৬৭টি ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন মেসি। তার কাছে সমর্থকদের প্রত্যাশা আরও বেশি। অনেকেই মনে করেন, কাতার বিশ্বকাপের পর থেকে মেসি তাঁর সেরা ছন্দে নেই।

আরও পড়ুন: Lionel Messi vs PSG: বেতনবৃদ্ধি নিয়ে মেসি-পিএসজি কর্তাদের বিবাদ তুঙ্গে, চুক্তি বাড়াবেন 'এলএম টেন'?

আরও পড়ুন:  Lionel Messi: কোন তিন শর্ত মানলে বার্সেলোনায় ফিরতে পারেন 'এল এম টেন'? জেনে নিন

এদিকে আগামী জুন মাসে পিএসজি-র সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের চুক্তি শেষ হচ্ছে। শোনা যাচ্ছে, বেতন কমিয়ে দেওয়া নিয়ে ক্লাব কর্তাদের সিদ্ধান্তে ব্যাপক চটেছেন 'এল এম টেন' (LM 10)। আগামী মরসুমের চুক্তিপত্রে সই করতে গেলে অন্তত ৩০ শতাংশ বেতন ছেঁটে ফেলবেন প্যারিস কর্তারা। সূত্র মারফত জানা গিয়েছে যে, কর্তাদের সেই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না বিশ্বকাপজয়ী মহাতারকা। 

বিশাল অর্থের বিনিময়ে মেসি, নেইমার (Neymar), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), সার্জিও র‍্যামোসদের (Sergio Ramos) মতো তারকাদের দলে নিয়েছে পিএসজি। কিন্তু বিশাল অঙ্কের অর্থ খরচের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফেয়ার প্লে-র নিয়ম। শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে কর্তাদের সামনে নাকি দুটি পথ রয়েছে। প্রথমত, মেসির চুক্তি অনুযায়ী বেতন দিতে হলে, অন্য ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কমিয়ে দিতে হবে। আর দ্বিতীয়ত, মেসির সঙ্গে কম বেতনের চুক্তি করতে হবে। সূত্রের খবর অনুসারে দ্বিতীয় রাস্তাটাই বেছে নেওয়ার পক্ষপাতী পিএসজি। কর্তাদের এমন আবেদন মেনে নিতে পারছেন না মেসি। শোনা যাচ্ছে তিনি ও তাঁর বাবা অর্থাৎ এজেন্ট জর্জ মেসি বেতন কমিয়ে দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.