Lionel Messi: মায়ামিতে দুর্ঘটনার কবলে মেসির গাড়ি, কেমন আছেন বিশ্বজয়ী সুপারস্টার?
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মার্কিন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার চূড়ান্ত ঘোষণা করার পরে সম্প্রতি ফ্লোরিডায় পৌঁছেছেন। গত মে মাস থেকে একটিও জয় পায়নি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ টিমের মুকুট পাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু লিওনেল মেসি যোগ দেওয়ায় সব সম্ভাবনা বদলে গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনা ফুটবল দলের তারকা লিওনেল মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছেন। জানা গিয়েছে একটি ট্রাফিক সিগন্যাল ভাঙার পরে এই দুর্ঘটনা এড়াতে পারেছেন তিনি। আর্জেন্টিনার টিভি চ্যানেল টিসি স্পোর্টসের একটি ভিডিয়ো, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে সুপারস্টারের গাড়িটিকে পুলিস এসকর্ট করছে।
কিন্তু, গাড়িটি একটি সিগনাল ভেঙে একটি মোড়ে পৌঁছে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু অন্য চালকরা পরিস্থিতির প্রতি সতর্ক থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। একাধিক সংবাদমাধ্যম এই ঘটনার কথা জানিয়েছে। মেসি পিএসজি থেকে মেজর লিগ সকার (এমএলএস)-এর দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন। যদিও এখনও দলের হয়ে তাঁর অভিষেক হয়নি।
আরও পড়ুন: Wimbledon 2023 Final: ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা
সাম্প্রতিক অতীতে, মেসিকে তার পরিবারের সঙ্গে সাংসারিক জিনিস কিনতে দেখা যায় মায়ামিতে এবং ফরাসি লিগ ১ চ্যাম্পিয়নদের থেকে হরে যাওয়ার পরে তিনি মায়ামিতে বসবাস শুরু করেছেন।
গত মে মাস থেকে একটিও জয় পায়নি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ টিমের মুকুট পাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু লিওনেল মেসি যোগ দেওয়ায় সব সম্ভাবনা বদলে গিয়েছে।
আরও পড়ুন: WATCH | Ishan Kishan: বিপক্ষের ১১ নম্বরের সঙ্গে রাহানের তুলনা! স্টাম্প-মাইকে ভাইরাল ঈশানের কথোপকথন
গত মাসে ফ্লোরিডার ক্লাবের সঙ্গে সই করার পর থেকে, আর্জেন্টাইন সুপারস্টার দল এবং মার্কিন পেশাদার ফুটবল উভয়কে কেন্দ্র করে প্রত্যাশা জাগিয়েছেন। বিশেষ করে মায়ামির অনেক দক্ষিণ আমেরিকান বাসিন্দাদের মধ্যে এই আশা তৈরি হয়েছে।
ইন্টারের নিয়মিত সিজন গেমের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য নতুন স্ট্যান্ড তৈরি করা হচ্ছে এবং সামগ্রিক ফুটবলের মেজাজে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
মঙ্গলবার যখন তার বিমান মায়ামিতে পৌঁছায় তখন বেশ কিছু ভক্ত বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ভক্তদের হাতে হাতে থাকা বিভিন্নপ্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম, মেসি’।