FIFA World Cup, Lionel Messi: ফের রেকর্ড মেসির, কাপ হাতে উচ্ছাসের ছবি গুঁড়িয়ে দিল রোনাল্ডোর রেকর্ড

মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করার ছবিগুলির একটি সিরিজ পোস্ট করেছেন। এই পোস্টটি এর আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগের রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি পোস্টের যেখানে মেসির সঙ্গে একটি লুই ভিটন শ্যুটের একটি ছবি পোস্ট হয়। সেটি ৪১.৯ মিলিয়ন লাইক পেয়েছিল। এই পোস্টের রেকর্ড ভেঙেছে মেসির নতুন পোস্ট।

Updated By: Dec 20, 2022, 04:07 PM IST
FIFA World Cup, Lionel Messi: ফের রেকর্ড মেসির, কাপ হাতে উচ্ছাসের ছবি গুঁড়িয়ে দিল রোনাল্ডোর রেকর্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি ফের ভাঙলেন রেকর্ড। এবারের নতুন রেকর্ড মাঠের বাইরে গড়েছেন তিনি। তাঁর ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ের ছবি পোস্ট করেন তিনি। এই ছবি একজন ক্রীড়াবিদের পোস্ট করা ছবিতে সর্বাধিক সর্বাধিক লাইকের রেকর্ড ভেঙে দিয়েছে। মেসির পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৪৭ মিলিয়নেরও বেশি লাইক সংগ্রহ করেছে।

মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করার ছবিগুলির একটি সিরিজ পোস্ট করেছেন। এই পোস্টটি এর আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগের রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি পোস্টের যেখানে মেসির সঙ্গে একটি লুই ভিটন শ্যুটের একটি ছবি পোস্ট হয়। সেটি ৪১.৯ মিলিয়ন লাইক পেয়েছিল। এই পোস্টের রেকর্ড ভেঙেছে মেসির নতুন পোস্ট।

মেসি ইনস্টাগ্রামে বলেছিলেন যে তিনি অনেকবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছেন। তিনি আরও বলেছেন যে তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন।

মেসি তাঁর পোস্টে লিখেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি, আমি এটা এতটাই চেয়েছিলাম যে আমি এখনও থেমে যাইনি, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার পরিবারকে, যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করেছি যে আমরা আর্জেন্টাইনরা যখন একসঙ্গে লড়াই করি এবং একত্রিত হই তখন আমরা যা করতে শুরু করেছি তা অর্জন করতে সক্ষম। যোগ্যতা এই দলের অন্তর্গত, যা ব্যক্তিত্বের ঊর্ধ্বে, এটি একই স্বপ্নের জন্য লড়াই করার শক্তি যা সমস্ত আর্জেন্টিনার স্বপ্ন ছিল। আমরা এটা করেছি! গো আর্জেন্টিনা! খুব দ্রুত আমাদের দেখা হবে’।

আরও পড়ুন: Karim Benzema: আর খেলবেন না! নিজের জন্মদিনেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন 'কিং করিম', থ ফুটবলবিশ্ব

এর আগে, বিজ্ঞাপনের প্রচারের জন্য রোনাল্ডোর পোস্টটি ৪১.৯ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছিল। সেই পোস্টে দুই ফুটবল গ্রেটকে একসঙ্গে বসে দাবা খেলতে দেখা গিয়েছে।

বিশ্বকাপের ফাইনালের প্রথমার্ধে মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। খেলাটি যখন আর্জেন্টিনা পায় জিতে গিয়েছে বলে মনে করা হচ্ছিল ঠিক সেই সময়, লুসেল স্টেডিয়ামে ফ্রান্সের কিলিয়ান এমবাপে কয়েক মিনিটের মধ্যে দুটি গোল করে সমতায় ফেরান ফ্রান্সকে।

আরও পড়ুন: Qatar Already Won the World Cup: শুধু মেসিরা নয়, বিশ্বকাপ জিতল কাতারও! অবাক লাগছে? জেনে নিন কীভাবে...

দ্বিতীয়ার্ধে, মেসি তার ডান পায়ে ১০০ তম গোলটি করে আর্জেন্টিনাকে ফের এগিয়ে দিলেও এমবাপে শেষ মিনিটে তার হ্যাটট্রিক সম্পূর্ণ করেন পেনাল্টিতে গোল করে। এর পরেই ম্যাচ গড়ায় টাইব্রেকার অবধি।

আর্জেন্টিনা তাদের সব পেনাল্টি কিক থেকে গোল করেলেও ফ্রান্সের অরেলিয়ান চুয়ামেনি এবং কিংসলে কোমান তাদের স্পট-কিক মিস করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.