ঐতিহ্যের ওল্ড ট্র্যাফোর্ডে ইতিহাস ছোয়া হল না লেস্টার সিটির

ঐতিহ্যের ওল্ড ট্র্যাফোর্ডে ইতিহাস ছোয়া হল না লেস্টার সিটির। ইপিএল চ্যাম্পিয়ন হতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে  লেস্টারকে। রবিবার সন্ধ্যায় ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড বনাম লেস্টার সিটি ম্যাচ শেষ ১-১ গোলে। ম্যান ইউকে হারাতে পারলে রবিবারই বিলেতের সেরা হওয়ার সুযোগ ছিল রেনেইরি ব্রিগেডের সামনে। ওল্ড ট্র্যাফোর্ড ভরিয়েছিলেন লেস্টারের সমর্থকরা।

Updated By: May 1, 2016, 10:25 PM IST
ঐতিহ্যের ওল্ড ট্র্যাফোর্ডে ইতিহাস ছোয়া হল না লেস্টার সিটির

ওয়েব ডেস্ক: ঐতিহ্যের ওল্ড ট্র্যাফোর্ডে ইতিহাস ছোয়া হল না লেস্টার সিটির। ইপিএল চ্যাম্পিয়ন হতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে  লেস্টারকে। রবিবার সন্ধ্যায় ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড বনাম লেস্টার সিটি ম্যাচ শেষ ১-১ গোলে। ম্যান ইউকে হারাতে পারলে রবিবারই বিলেতের সেরা হওয়ার সুযোগ ছিল রেনেইরি ব্রিগেডের সামনে। ওল্ড ট্র্যাফোর্ড ভরিয়েছিলেন লেস্টারের সমর্থকরা।

ম্যাচের আট মিনিটে অবশ্য অ্যান্টোনিও মার্শিয়ালের গোলে এগিয়ে যায় রেড ডেভিলস। সতেরো মিনিটে ওয়েস মর্গ্যানের গোলে সমতা ফেরায় লেস্টার। শেষদিকে লাল কার্ড দেখেন লেস্টারের ফুটবলার ড্রিঙ্কওয়ার্টার। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট লেস্টারের। সোমবার টটেনহ্যাম পয়েন্ট নষ্ট করলেই ইতিহাল গড়বে লেস্টার।

.