প্রয়াত কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়

ভেন্টিলেশনে থাকলেও চিকিত্সায় আর সাড়া দিচ্ছিলেন না এই প্রবীন ফুটবলার।

Updated By: Mar 20, 2020, 02:22 PM IST
প্রয়াত কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : অবশেষে নিভে গেল ভারতীয় ফুটবলের প্রদীপ। প্রয়াত কিংবদন্তি পদ্মশ্রী পিকে বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার পুর ১২.৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলে একটা অধ্যায়ের সমাপ্তি হল।

সোমবার থেকেই কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবণতি থাকে। ভেন্টিলেশনে থাকলেও চিকিত্সায় আর সাড়া দিচ্ছিলেন না এই প্রবীন ফুটবলার।

এক মাসেরও বেশি সময় ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পিকে। দিন যত গড়িয়েছে তাঁর শারীরিক অবস্থা ততই খারাপ হয়েছে। প্রধাণত ফুসফুসে সংক্রমণ নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে একাধিক সমস্যা দেখা দেয়। তবে সোমবার বিকেল থেকে তাঁর অবস্থার অবণতি হয়। ভেন্টিলেশনে থাকলেও ফুসফুসে সংক্রমণ রয়েছে, সঙ্গে শ্বাসকষ্ট। হৃদযন্ত্রে সমস্য়া তো ছিলই। তবে চিকিত্সায় আর সাড়া দিচ্ছিলেন না তিনি।

আরও পড়ুন - নমোর 'জনতা কারফিউ'-র সমর্থনে কিং কোহলি; করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন বীরুষ্কা

.