বড়দিনে টেনিস কোর্ট থেকে বিদায়ের ঘোষণা করলেন লিয়েন্ডার পেজ

তিন দশকের টেনিস কেরিয়ারে ইতি টানার ঘোষণা লিয়েন্ডারের। 

Updated By: Dec 25, 2019, 11:35 PM IST
বড়দিনে টেনিস কোর্ট থেকে বিদায়ের ঘোষণা করলেন লিয়েন্ডার পেজ

নিজস্ব প্রতিবেদন: অবশেষে টেনিস র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লিয়েন্ডার পেজ। বড়দিনে টুইট করে অবসরের ঘোষণা করলেন ৪৬ বছরের টেনিস তারকা। জানিয়ে দিলেন, ২০২০ সালই হতে চলেছে তাঁর সার্কিটজীবনের শেষ বছর। 

তিন দশকের টেনিস কেরিয়ার। অলিম্পিক্সে একমাত্র ভারতীয় টেনিস তারকা হিসেবে ব্রোঞ্জ পদক জয় থেকে একাধিক আন্তর্জাতিক নজির গড়েছেন লিয়েন্ডার পেজ। দেশের হয়ে খেলেছেন ৭টি অলিম্পিক্স। জিতেছেন ১৮টি গ্র্যান্ডস্ল্যাম। ঝুলিতে রয়েছে ৪৪টি ডেভিস কাপ জয়। এ হেন বর্ণময় কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিলেন লিয়েন্ডার পেজ। ভক্তদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে টুইটারে বিবৃতি দিয়েছেন,'২০২০ সাল হতে চলেছে আমার বিদায়ী বছর। বাবা-মাকে ধন্যবাদ জানাতে চাই। সারাজীবন ধরে শর্তহীন ভালোবাসা দিয়েছেন আমায়। ২০২০ সালের টেনিস ক্যান্ডারে কয়েকটি বাছাই প্রতিযোগিতায় অংশ নেব। সার্কিটে আমাকে সমর্থন করার জন্য আপনাদের অপেক্ষায় থাকব।'  

ভারতীয় টেনিসে কিংবদন্তী লিয়েন্ডার পেজ। তাঁর অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। ৩০ বছর বয়সেই টেনিসের মতো খেলায় বৃদ্ধাশ্রম চলে যান অনেকে। সেখানে ৪০ পার করেও খেলা চালিয়ে গিয়েছেন লিয়েন্ডার পেজ। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিলেন তারকা।

আরও পড়ুন- অবৈধ বোলিং অ্যাকশন, ফের নিষিদ্ধ পাকিস্তানের হাফিজ    

.