ক্রিকেটার থেকে মন্ত্রী হয়ে গায়ক! লক্ষ্মীরতন শুক্লার গলায় এবার কিশোরের গান

৪ আগস্ট কিশোর কুমারের জন্মদিন।

Updated By: Aug 2, 2018, 01:00 PM IST
ক্রিকেটার থেকে মন্ত্রী হয়ে গায়ক! লক্ষ্মীরতন শুক্লার গলায় এবার কিশোরের গান

নিজস্ব প্রতিনিধি : এক অঙ্গে কত রূপ! লক্ষ্মীরতন শুক্লা সম্পর্কে এই কথাটা অনায়াসে বলা যায়। একাধারে তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একজন সফল ক্রিকেটার। তার উপর আবার বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রিকেটার লক্ষ্মী জননেতা হয়েও একই রকম সাবলীল। দায়িত্ব বা ব্যস্ততা, কোনওটাই কিন্তু কম নয়। তার পরও ভাল লাগার বিষয়ের জন্য তিনি সময় বের করে নিতে কার্পণ্য করেননি। এই প্যাশন তাঁকে এবার নতুন এক ভূমিকায় অবতীর্ণ করে দিল। লক্ষ্মীরতন শুক্লা এখন গায়কও।

আরও পড়ুন-  ২০১৯ আইপিএল দেশের বাইরে! হাত বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা

এর আগেও বহু অনুষ্ঠানে লক্ষ্মীর কাছে গান গাওয়ার অনুরোধ এসেছে। লক্ষ্মী হাসিমুখে সে আবদার মিটিয়েছেন। হাততালি পড়েছে। বাহবা এসেছে। কিন্তু গানবাজনা নিয়ে যে তিনি রীতিমতো সিরিয়াস চর্চা করেন, তা হয়তো অনেকেরই অজানা থেকে গিয়েছে। ঠিক যেমনভাবে অনেকের কাছেই অজানা যে লক্ষ্মী কিন্তু কিশোর কুমারের একনিষ্ঠ ভক্ত। ৪ আগস্ট কিশোর কুমারের জন্মদিন। কালজয়ী গায়ককে শ্রদ্ধার্ঘ্য জানাতেই তাঁর গাওয়া গান গাইলেন লক্ষ্ণীরতন শুক্লা।

আরও পড়ুন-  শতাব্দীর সব থেকে খারাপ ডেলিভারি এটাই!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী ও শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিলে একসঙ্গে বেশ কয়েকটা গান নিয়ে মেডলে গাইলেন লক্ষ্মী। বলাবাহুল্য, সব ক'টা গানই কিশোর কুমারের গাওয়া। লক্ষ্মীর এমন উদ্যোগ ইউ টিউবে প্রকাশ পেল কিশোর কুমারের জন্মদিনের ঠিক আগে। লক্ষ্মী বলছিলেন, ''আমাদের হাওড়াতে কিশোর কুমারের প্রচুর ভক্ত রয়েছেন। আমি নিজেও কিশোরদার অন্ধ ভক্ত। এর আগেও বহুবার আমি কিশোরদার গান গেয়েছি। কিন্তু এবারের উদ্যোগটা বেশ বড়সড়। কিশোরদাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমাদের এই চেষ্টা। আর ইমন আমার ছোট বোনের মতো। ওর সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে দারুন অনুভূতি।''  

 

প্রায় কুড়িটা গানের একটা মেডলে। তাতে কিশোর কুমারের গাওয়া বো শাম কুছ অজিব হ্যায়, শমা হ্যায় সুহানা, তোমায় পড়েছে মনে, কী উপহার সাজিয়ে দেব, চলতে চলতে-র মতো হিট গান রয়েছে। শোভন বলছিলেন, ''সব কটাই আমাদের খুব চেনা গান। বাংলা ও হিন্দি গান মিশিয়ে আমরা এই গানের ডালি সাজাতে চেয়েছিলাম। লক্ষ্মীদা যা গাইল তাতে আমরা রীতিমতো অবাক। ওঁর গানের প্রতিভা এই ভিডিও অ্যালবামটার মধ্যে দিয়ে সাধারণ মানুষ জানতে পারবেন।''

.