ভবিষ্যতের শ্রীকান্ত, সাইনা হওয়ার ইঙ্গিত দিচ্ছে লক্ষ্য সেন
Updated By: Aug 18, 2017, 10:36 AM IST
ওয়েব ডেস্ক: ভবিষ্যতের কিদাম্বি শ্রীকান্ত, সাইনা নেহওয়াল হওয়ার ইঙ্গিত দিচ্ছে ভারতের এক নম্বর জুনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। বুলগারিয়া ওপেন চ্যাম্পিয়ন হল ষোস বছর বয়সী এই তরুণ শাটলার। ফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তরাখন্ডের লক্ষ্য। প্রথম গেম হেরেও পরপর দুটি গেম জিতে বাজিমাত করে এই উঠতি ব্যাডমিন্টন খেলোয়াড়।
আরও পড়ুন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হবু কোচদের মহেন্দ্র সিং ধোনির পেপটক
গতবছর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিরিজ চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছিলেন লক্ষ্য। জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা জেতার পাশাপাশি সিনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল এই তরুণ। এমনকি ভারতের তারকা শাটলার এইচএস প্রণয়কেও হারিয়েছিল লক্ষ্য।
আরও পড়ুন মালিঙ্গাদের বিরুদ্ধে রোহিত শর্মাদের নতুন পরিকল্পনা