FIFA World Cup 2022 Final: 'ও ফুটবলের ব্যাপারে বেশি কিছু জানে না', দুই 'এম'এর মধ্যে ধুন্ধুমার!
Kylian Mbappe vs Emiliano Martinez: লাতিন আমেরিকার ফুটবলকে খাটো করেছিলেন কিলিয়ান এমবাপে। বছর তেইশের তারকা সাফ বলেছিলেন ব্রাজিল-আর্জেন্টিনা যে ফুটবল খেলে, তার চেয়ে ইউরোপের ফুটবল অনেক এগিয়ে। এবার এমবাপেকে মক্ষম দাওয়াই দিলেন মার্টিনেজ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবাসরীয় লুসেল স্টেডিয়ামে কাপযুদ্ধের ফাইনালে (FIFA World Cup 2022 Final) মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স (Argentina-France)। মাঠে নামার আগেই দুই দলের দুই মহারথীর মধ্যে ধুন্ধুমার লেগে গেল। ফরাসি রত্ন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) কিছুদিন আগেই বলেছিলেন যে, লাতিন আমেরিকায় ফুটবল হয় না, খেলাটা হয় শুধু ইউরোপেই! এমবাপের এই বক্তব্য ঝড় তুলে দিয়েছিল। এবার এমবাপেকে ধুয়ে দিলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)।
ফাইনালে নামার আগে কী বলেছিলেন এমবাপে? 'ইউরোপে আমরা অ্যাডভান্টেজ পাই। এখানে সবসময় উচ্চ পর্যায়ের ম্যাচ খেলা হয়। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি ন্যাশনস লিগ। যখন আমরা বিশ্বকাপ খেলতে নামি, তখন আমরা তৈরি থাকি। দেখতে গেলে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা এই পর্যায়ে খেলে না। ওখানকার ফুটবল ইউরোপের মতো এগিয়ে নেই। সে জন্যই বিগত বিশ্বকাপগুলি ইউরোপের দলগুলোই জিতছে।' সাংবাদিক বৈঠকে কী বললেন এমি মার্টিনেজ? 'এমপবাপে ফুটবলের ব্যাপারে বেশি কিছু জানে না। ও জীবনে দক্ষিণ আমেরিকায় খেলেনি। ওর যখন খেলার অভিজ্ঞতাই নেই, তখন ওর মুখ বন্ধ রাখাই ভালো। কিন্তু ওর কথায় কিছু যায় আসে না। আমরা দারুণ দল। এভাবেই পরিচিতি পেয়েছি।'
আরও পড়ুন: Lionel Messi Net Worth: মেসির একদিনের দাম প্রায় ৩ কোটি টাকা! বাকিটা বুঝে নিন...
ম্যাচের আগে দুই দলের দুই তারকা ফুটবলারের তোপ, পাল্টা তোপ নিঃসন্দেহে উপভোগ্য। ম্যাচের আগেই ফাইনালের পারদ চড়িয়ে দিলেন এমবাপে-মার্টিনেজে। এখন দেখার শেষ হাসি কে হাসেন! এমবাপেরা কি ব্যাক-টু-ব্যাক বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেন নাকি মেসিদের হাতেই ওঠে খেতাব।