Kuldeep Yadav: ‘ছেলেটাকে সময় দিন’, নির্বাচকদের কাছে আবেদন করলেন Harbhajan Singh
কুলদীপের পাশে ভাজ্জি।
নিজস্ব প্রতিবেদন: কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) সময় দিতে হবে। নির্বাচকদের কাছে এমন আবেদন করলেন হরভজন সিং (Harbhajan Singh)। গোঁড়ালির চোট সারিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন এই স্পিনার। ফিট হওয়ার পরেই তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দলে সুযোগ দেওয়া হয়েছে।
তবে দীর্ঘদিন আন্তর্জাতিক মঞ্চের বাইরে থাকার জন্য কুলদীপের এই কামব্যাক সহজ হবে না। আর তাই এই ম্যাচ উইনারের উপর জাতীয় নির্বাচক মণ্ডলীর ভরসা রাখা উচিত। এমনটাই মনে করেন ভাজ্জি।
হরভজন বলেন, “কুলদীপের জন্য আগামী দিনগুলো খুব কঠিন হতে চলেছে। কারণ গত কয়েক মাসে ও কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পায়নি। তাই আন্তর্জাতিক মঞ্চে কামব্যাক এত সহজ হবে না।“
২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত কুলদীপের কেরিয়ার ঠিকঠাক এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিশ্বকাপ মিটে যেতেই ওঁর পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নীচে নামতে শুরু করে। গত বিশ্বকাপ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত দেশের হয়ে মাত্র ১৪টি একদিনের ম্যাচ ও ৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন কুলদীপ।
আরও পড়ুন: Deepak Hooda: অন্ধকার, অনিশ্চয়তা কাটিয়ে জ্বলে উঠলেন বিতর্কিত অলরাউন্ডার দীপক
আরও পড়ুন: Sourav Ganguly: ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ১০টি অনন্য মহারাজকীয় নজির
গত বছরের জুলাই মাসে শেষ বার তাঁকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভাল পারফরম্যান্স করে জাতীয় দলে ফের একবার জায়গা পাকা করার আশায় ছিলেন। কিন্তু গত আইপিএল-এর দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনুশীলন করার সময় গোঁড়ালি ঘুরে যেতেই অনেকটা পিছিয়ে গেলেন কুলদীপ।
সেটা মনে করিয়ে দিয়ে হরভজন যোগ করলেন, “অস্ত্রোপচারের পর কুলদীপ প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলার সুযোগ পায়নি। সেটা কিন্তু নির্বাচকদের মাথায় থাকা উচিত। ওঁরা যদি ভেবে থাকেন কুলদীপ মাঠে নেমেই একটার পর একটা উইকেট তুলে নেবে তাহলে একেবারে ভুল ভাবছেন।“
তবে একইসঙ্গে ভাজ্জির দাবি, “কুলদীপ প্রকৃত ম্যাচ উইনার। ও যদি একবার ছন্দ পেয়ে যায় তাহলে ওকে আটকানো সম্ভব নয়। তবে ওর কাছ থেকে সেরা পারফরম্যান্স পাওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের অপেক্ষা করতে হবে।“
গত বছরের পর আবার বাইশ গজের যুদ্ধে নামবেন কুলদীপ। পুরনো ম্যাজিক দেখা যায় কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।