Kevin Pietersen: ৭টি ছয়, ৯টি চার, স্ট্রাইক রেট ২২৬.৩২! দেখুন পিটারসেনের ধ্বংসলীলা
কে বলবে কেভিন পিটারসেন ২০১৪ সালে সন্ন্যাস নিয়েছেন!
নিজস্ব প্রতিবেদন: নাম কেভিন পিটারসেন (Kevin Pietersen)। বয়স ৪১। ২০১৪ সালে শেষবার যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি, তখন বয়স ছিল ৩৩ বছর। এখন পিটারসেন একজন ক্রিকেট পণ্ডিত ও ধারাভাষ্যকার। আট বছর আগে খেলা ছেড়ে দিয়েছেন তিনি একথা তাঁর সাম্প্রতিক ব্য়াটিং দেখলে বিশ্বাস করতে রীতিমতো কষ্ট হবে! মনে হবে তিনি আজও খেলা চালিয়ে যাচ্ছেন সেই আগের মতোই বিধ্বংসী মেজাজে! প্রাক্তন ইংরেজ মারকুটে ব্যাটার ও ক্যাপ্টেন একেবারে 'বিস্ট' মোডে ধরা দিলেন লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket 2022)।
(@KP24) January 27, 2022
(@BSportsPakistan) January 26, 2022
ওমানের আল আমেরাট ক্রিকেট গ্রাউন্ডে গত বুধবার মুখোমুখি হয়েছিল এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস (Asia Lions vs World Giants)। ওয়ার্ল্ড জায়ান্টস টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিল এশিয়া লায়ন্সকে। প্রথমে ব্য়াট করে মিসবা-উল-হকের লায়ন্স মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায়! এই রান তাড়া করতে নেমে ১৩ ওভারে ড্যারেন সামির ওয়ার্ল্ড জায়ান্টস ম্য়াচ জিতে নেয় ৭ উইকেটে। সৌজন্যে পিটারসেন। হার্সেল গিবসের সঙ্গে ওপেন করতে নেমে পিটারসেন মাত্র ৩৮ বলে বিধ্বংসী ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ৭টি ছয় ও ৯টি চারে নিজের ইনিংস সাজান পিটারসেন। ব্য়াট করেন ২২৬.৩২-এর স্ট্রাইক রেটে। শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যর এক ওভারে পিটারসেন ৩০ রান তুলে নেন। পিটারসেন নিজের আগুনে ব্যাটিংয়ের ভিডিও টুইটারে পোস্ট করেছেন।