বিরাটের দলকে বিরাটভাবে হারাল নাইটরা

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দুর্দান্তভাবে হারাল কলকাতা নাইট রাইডার্স।৮২ রানে জিতল গৌতম গম্ভীরের দল। শুধু তাই নয়, একেবারে ছেলেখলা করা হল বিরাট কোহলির দলকে নিয়ে। প্রথমে ব্যাট করেছিল এদিন কলকাতাই। ১৯.৩ ওভারে কেকেআর তোলে ১৩১ রান। নারিন করেন ৩৪ রান। ১৮ রান করেন ওকস। ১৫ রান করেন মণীশ পাণ্ডে। ১৪ রান করেন অধিনায়ক গৌতম গম্ভীর। ১৫ রান করেন সূর্যকুমার যাদব। রবিন উথাপ্পা করেন ১১ রান। আরসিবির হয়ে তিন উইকেট নেন যযুবেন্দ্র চাহাল।

Updated By: Apr 24, 2017, 12:34 AM IST
বিরাটের দলকে বিরাটভাবে হারাল নাইটরা

ওয়েব ডেস্ক: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দুর্দান্তভাবে হারাল কলকাতা নাইট রাইডার্স।৮২ রানে জিতল গৌতম গম্ভীরের দল। শুধু তাই নয়, একেবারে ছেলেখলা করা হল বিরাট কোহলির দলকে নিয়ে। প্রথমে ব্যাট করেছিল এদিন কলকাতাই। ১৯.৩ ওভারে কেকেআর তোলে ১৩১ রান। নারিন করেন ৩৪ রান। ১৮ রান করেন ওকস। ১৫ রান করেন মণীশ পাণ্ডে। ১৪ রান করেন অধিনায়ক গৌতম গম্ভীর। ১৫ রান করেন সূর্যকুমার যাদব। রবিন উথাপ্পা করেন ১১ রান। আরসিবির হয়ে তিন উইকেট নেন যযুবেন্দ্র চাহাল।

আরও পড়ুন আইপিএলে এক নতুন রেকর্ড করলেন দীনেশ কার্তিক

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯.৪ ওভারেই ৪৯ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। আরসিবির কোনও ব্যাটসম্যান এদিন দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। নাইটদের হয়ে তিনটি করে উইকেট নেন কুইন্টারনাইল, ওকস এবং গ্র্যান্ডহোম। ম্যাচের সেরা হয়েছেন কুইন্টারনাইলই।

আরও পড়ুন  ত্রিশক্তি আর্থিক চুক্তি ইস্যুতে আইসিসিকে ধাক্কা দিতে মরিয়া বিসিসিআই

.