কোবের মৃত্যু জীবনদর্শন বদলে দিয়েছে: বিরাট কোহলি

জীবন এরকই অনিশ্চিত!

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Feb 4, 2020, 04:13 PM IST
কোবের মৃত্যু জীবনদর্শন বদলে দিয়েছে: বিরাট কোহলি

নিজস্ব প্রতিবেদন:  হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত কোবে ব্রায়ান্ট শুধু কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ছিলেন না, ছিলেন অনেক ক্রীড়াবিদের অনুপ্রেরণা।  কোবের অকাল প্রয়াণে শোকাহত ক্রীড়াদুনিয়া। হ্যামিলটনে প্রথম একদিনের ম্যাচে নামার আগে কোবে ব্রায়ান্টের স্মৃতিচারনার মধ্য দিয়ে বিরাট বার্তা দিলেন ক্যাপ্টেন কোহলি।

এদিন সাংবাদিক বৈঠকে এসে বিরাট কোহলি বলেন, " অত্যন্ত বেদনাদায়ক, সকলকেই চমকে দিয়েছে। আমি সকালে NBA খেলা দেখতে দেখতে বড় হয়েছি। সেইরকমই কেউ হঠাত্ই যদি চলে যায়, তাহলে হঠাত্ করেই সব বদলে যায়।  তুমি যাকে দেখে অনুপ্রাণিত হও, সে নেই। জীবন এরকই অনিশ্চিত! "

বিরাট কোহলি আরও বলেন, "কোবের ঘটনা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত্। আমাদের জীবন থেকে প্রচুর প্রত্যাশা। অথচ আমরা বাঁচতে ভুলে যাই। জীবন আমাদের যা দিয়েছে সেটাকে ধন্যবাদ জানানো উচিত্। জীবনের অনিশ্চয়তা চাপ সব তো থাকবেই। কিন্তু জীবনকে উপভোগ করুন। "

২৬ জানুয়ারি, ২০১৯ লস অ্যাঞ্জেলস শহরের অদূরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান কিংদন্তি কোবে ব্রায়ান্ট।  মেয়েকে সঙ্গে নিয়ে অ্যাকাডেমিতে কোচিং করাতেই যাচ্ছিলেন কোবে। কোবের মৃত্যুর পর টুইটে শোকপ্রকাশ করেছিলেন বিরাট কোহলি।

আরও পড়ুন- IND vs NZ 2020: হ্যামিলটনে প্রথম ম্যাচে কে কে ওপেন করবেন? জানিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি

.