সিংহের ল্যাজ একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর গোঁফের রেখাওয়ালা মেহেদি!

এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে ভালোবাসার মানুষ তিনি! এমন তিনি, যাঁর বয়স মেরেকেটে ১৯ বছর! আমাদের পাড়ায়, আশেপাশে এই বয়সের ছেলেদের ছোটই ভাবি। সেই ১৯ বছরের ছেলেটির হাতের জাদুতে ধরাশায়ী ব্রিটিশদের অহং। সিংহের ল্যাজ প্রায় একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর তরুণ। মেহেদি হাসান মিরাজ! যাঁর নিজের গোঁফটাও এখনও রাউডি রাঠোরের মতো হয়ে ওঠেনি, সেই মানুষটার বোলিং সামলাতে হিমশিম খেলেন কুকের মতো 'বিরাট মাপের' ইংরেজরা! জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে মেহেদি হাসান একাই নিলেন ১২টি উইকেট। তাই এক ঝলকে জেনে নিন বাংলাদেশ তথা বিশ্বক্রিকেটের উদীয়মান তারার সম্পর্কে।

Updated By: Oct 30, 2016, 05:56 PM IST
সিংহের ল্যাজ একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর গোঁফের রেখাওয়ালা মেহেদি!

ওয়েব ডেস্ক: এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে ভালোবাসার মানুষ তিনি! এমন তিনি, যাঁর বয়স মেরেকেটে ১৯ বছর! আমাদের পাড়ায়, আশেপাশে এই বয়সের ছেলেদের ছোটই ভাবি। সেই ১৯ বছরের ছেলেটির হাতের জাদুতে ধরাশায়ী ব্রিটিশদের অহং। সিংহের ল্যাজ প্রায় একা হাতে করে মুড়িয়ে দিলেন মাত্র ১৯-এর তরুণ। মেহেদি হাসান মিরাজ! যাঁর নিজের গোঁফটাও এখনও রাউডি রাঠোরের মতো হয়ে ওঠেনি, সেই মানুষটার বোলিং সামলাতে হিমশিম খেলেন কুকের মতো 'বিরাট মাপের' ইংরেজরা! জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে মেহেদি হাসান একাই নিলেন ১২টি উইকেট। তাই এক ঝলকে জেনে নিন বাংলাদেশ তথা বিশ্বক্রিকেটের উদীয়মান তারার সম্পর্কে।

১) মেহেদি হাসানের জন্ম এই তো সেদিন। মানে ১৯৯৭-এর ২৫ অক্টোবর। খুলনা জেলাতে।

২) গত ২০ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে সেই অর্থে অভিষেক। মাত্র ১০ দিনে ইংরেজরা টের পেয়ে গেলেন কে এই মেহেদি হাসান! জীবনের প্রথম দুই টেস্টে নিলেন ১৯ উইকেট!

৩) মেহেদির ব্যাটের হাত যথেষ্ট ভালো। অলরাউন্ডার। পাশাপাশি নেতৃত্ব দেওয়ারও সহজাত দক্ষতা রয়েছে। এ বছরেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুধু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শুধু তাই নয়, হয়েছেন প্রতিযোগিতার সেরা ক্রিকেটার। হবেন নাই বা কেন! ব্যাট হাতে করেছেন, ২৪২ রান। আর বল হাতে নিয়েছেন ১২ উইকেট।

৪) আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১০ দিনের কেরিয়ারে মাত্র দুই টেস্টের চার ইনিংসে বল করেই মেহেদি হাসান তিন ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন! কী বলবেন, স্বপ্নের অভিষেক বা ফর্ম!

আরও পড়ুন দুই দলের মাত্র আটজন ক্রিকেটার পাঁচ ম্যাচে একশোর উপর রান করেছেন!

.