Team India | WTC Final: বিরাট ধাক্কা ভারতীয় দলে, মহাযোদ্ধা ছিটকে গেলেন বিশ্বযুদ্ধ থেকে! বুক ভাঙল রোহিতদের

KL Rahul ruled out of the IPL and World Test Championship final with thigh injury: বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই বুক ভাঙল রোহিত শর্মাদের। এই অপ্রত্যাশিত খবরের জন্য তৈরি ছিল না রাহুল দ্রাবিড়ের দল।  

Updated By: May 5, 2023, 05:19 PM IST
Team India | WTC Final: বিরাট ধাক্কা ভারতীয় দলে, মহাযোদ্ধা ছিটকে গেলেন বিশ্বযুদ্ধ থেকে! বুক ভাঙল রোহিতদের
বুক ভাঙল রোহিতদের

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ( ICC World Test Championship Final, WTC Final 2023) ফাইনাল আগামী ৭ জুন ওভালে। এবার বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াই। মেগা ফাইনালে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া (Australia)। দেখতে গেল টেস্ট বিশ্বযুদ্ধের আগে হাতে আর এক মাস দু'দিন সময় রয়েছে। চলতি আইপিএলের (IPL 2023) মাঝেই বুক ভাঙল রোহিত শর্মাদের (Rohit Sharma)। জল্পনার অবসান। আশঙ্কাই হল সত্যি। লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ও টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কেএল রাহুল (KL Rahul)। তাঁর পক্ষে আর আইপিএলের একটি ম্যাচও খেলা সম্ভব নয়। পাশাপাশি ওভালেও নামা হবে না মাঠে। রাহুল শুক্রবার নিজেই ইনস্টাগ্রামে বিরাট বিবৃতি দিয়ে মন খারাপ করা খবর জানিয়েছেন। গত সপ্তাহে ফিল্ডিং করতে গিয়ে পাওয়া থাইয়ের চোটই রাহুলকে ছিটকে দিল। রাহুল জানিয়েছেন যে, তাঁকে সুস্থ হওয়ার জন্য এখন করাতে হবে অস্ত্রোপচার। 

রাহুল চলতি আইপিএলে, তাঁর খেলা শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই চোট পেয়েছিলেন। ফিল্ডিং করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। রাহুল এরপর আর ফিল্ডিং করেননি। যদিও যন্ত্রণা নিয়েই তিনি ব্যাট করেছিলেন। যদিও ওপেন করেননি। করেছিলেন ১১ নম্বরে ব্যাট! রাহুলের আর আইপিএলে অংশ না নেওয়া মানে, তাঁর পক্ষে করা হবে না অনন্য রেকর্ড। টানা ছয় মরসুম আইপিএলে ৫০০-র বেশি রান করার সুযোগ ছিল তাঁর কাছে। যদিও রাহুল একমাত্র ব্যাটার যিনি টানা পাঁচ মরসুম আইপিএলে ৫০০-র বেশি রান করেছেন। রাহুলকে না পাওয়া নিঃসন্দেহে এলএসজি ও টিম ইন্ডিয়ার কাছে বিরাট সেটব্যাক। রাহুলের আগে ভারতীয় দল জেনে যায় শ্রেয়স আইয়ারের সার্ভিসও তারা পাবে না। সব মিলিয়ে মাঠে নামার আগেই বিপাকে রোহিত অ্যান্ড কোং।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুনTeam India | IPL 2023: পরপর ধাক্কায় লণ্ডভণ্ড লখনউ, ছিটকে গেলেন রাহুল-উনাদকাট, বুক ভাঙল টিম ইন্ডিয়ারও!

মহারণের এক মাস আগেই যদিও  অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। এখন বিশ্বের এক নম্বর টেস্ট দলের শিরোপা রোহিতদের মাথায়। প্যাট কামিন্সের ব্যাগি গ্রিন নেমে এসেছে দুয়ে। এখন অস্ট্রেলিয়া বিশ্বের দু'নম্বর টেস্ট টিম। ভারতের কাছেই হেরে গেল অস্ট্রেলিয়া। গত মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ওরফে আইসিসি জানিয়ে দিল যে, বার্ষিক ব়্যাঙ্কিংয়ের আপডেটের ভিত্তিতেই ভারত পিছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। এই পরিবর্তনে জুড়ে গিয়েছে পুরনো ম্যাচের পরিসংখ্যানও। অস্ট্রেলিয়া ১২২ পয়েন্ট নিয়ে একে ছিল। ভারতের কাছে বর্ডার-গাভাসকর ট্রফি ১-২ হেরেও কামিন্সদের ব়্যাঙ্কিংয়ে কোনও নড়নচড়ন হয়নি। কিন্তু হিসেব এখন বদলে গেল। ১৫ মাস শীর্ষে থাকার পরেই আসন হারাল অজিরা। ২৫ ম্যাচের পর ভারতের পয়েন্ট ৩০৩১, রেটিং পয়েন্ট ১২১। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ২৩ ম্যাচের পর পয়েন্ট ২৬৭৯, রেটিং পয়েন্ট ১১৬। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, '২০২০ মে-র আগে শেষ হওয়া সব সিরিজের ভিত্তিতেই বার্ষিক ব়্যাঙ্কিং বিবেচ্য হয়। ২০২২ সালের মে আসের আগে শেষ হওয়া সিরিজের ওজন ৫০ শতাংশ এবং পরবর্তী সব সিরিজের ওজন ১০০ শতাংশ।' ইংল্যান্ডকে অ্যাশেজে ৪-০ উড়িয়েই অস্ট্রেলিয়া একে এসেছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হেরে বিরাট কোহলির দল দুয়ে চলে আসে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৫ সদস্যের পূর্বঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.