টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চারে উঠে এলেন KL Rahul, Rohit, Virat কত নম্বরে?

নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করে চারে উঠে এলেন কেএল রাহুল। প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি।

আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে এলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। পাঁচ নম্বর থেকে চারে উঠে এলেন তিনি। আসেন।

কোহলি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় আগের মতোই দশ নম্বরে অবস্থান করছেন। বাবর আজম ধরে রেখেছেন শীর্ষ স্থান। দুই নম্বর জায়গায় এখনও রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম।

আরও পড়ুন: কোন আট ভারতীয় ব্যাটার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে বসেছিলেন? ছবিতে দেখুন

আরও পড়ুন: IND vs WI: সিরিজ প্রোমোতে Rohit বন্দনা, ব্রাত্য Kohli, উত্তাল সোশ্যাল মিডিয়া

ছয়, সাত, আট ও নয় নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, নিউডিল্যান্ডের ডেভন কনওয়ে, দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার দাসেন ও নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। রোহিত শর্মা রয়েছেন ১১ নম্বরে।

তবে এই ফরম্যাটে প্রথম দশে ভারতের কোনও বোলার নেই। ২০ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এমনকি অলরাউন্ডারদের প্রথম দশেও কোনও ভারতীয় নেই। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। দুই নম্বরে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

English Title: 
KL Rahul moves up to 4th in ICC T20I batting rankings, Rohit Sharma, Virat Kohli retain spots
News Source: 
Home Title: 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চারে উঠে এলেন KL Rahul,  Rohit, Virat কত নম্বরে?

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চারে উঠে এলেন KL Rahul,  Rohit, Virat কত নম্বরে?
Caption: 
এগিয়ে চলেছেন কেএল রাহুল। ফাইল চিত্র
Yes
Is Blog?: 
No
Section: