কালিস, মরগ্যানদের দাপটে জয়ের রাস্তায় ফিরল বাদশার দল
অনেকের বাড়ির নেলকাটার বেপাত্তা। চলছে আই পি এল। নোখের আগা সাফ করতে মুখই কাফি। আইপিএলের সিরিজ আবারও একটা রোববার। মাঠে নামছে কলকতা বনাম হায়দরাবাদ। রবিবাসরীয় ভোজ সেরে চোখ এখন বিগ স্ক্রিনে। আজকের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল নাইট রাইডার্স।
কেকেআর- ১৮০/৪। সান রাইজার্স- ১৩২/৭
কেকেআর জয়ী ৪৮ রানে।
নববর্ষের উপহার বোধহয় একেই বলে। সান রাইজার্সকে ৪৮ রানে উড়িয়ে দিয়ে আইপিএলে জয়ের রাস্তায় ফিরল নাইট রাইডার্স। পরপর দু ম্যাচ হেরে কোণঠাসা হয়ে যাওয়া গৌতম গম্ভীরের দল ইডেনে সূর্য ডুবিয়ে (কারণ বিপক্ষের নামটা সান তাই সূর্য ডোবানোর প্রসঙ্গটা এল)। ইয়ন মরগ্যান, গৌতম গম্ভীর, আর অলরাউন্ডার জাক কালিসের সৌজন্যে গাজনের দিন সাঙ্গাকারাদের চড়কি নাচন নাচাল শাহরুখ খানের দল।
এদিন টসে জিতে নাইট অধিনায়ক গৌতম গম্ভীর ব্যাট করার সিদ্ধান্ত নেন। গম্ভীর, কালিস ও মরগ্যানের অনবদ্য ব্যাটিংয়ের জোরে কেকেআর চার উইকেটে ১৮০ রান করে। গম্ভীর সর্বোচ্চ ৫৩ রান করেন। কালিস ৪১ ও মরগ্যান ৪৭ রান করে। জবাবে শুরুটা ভাল করলেও ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয় হায়দরাবাদ সান রাইজার্স। শেষ পর্যন্ত কুড়ি ওভারে সাত উইকেটে ১৩২ রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স। থিসেরা পেরেরা ৩৬ ও হোয়াইট ৩৪ রান করেন।