নতুন মোড়কে নতুন স্লোগানে কেকেআর আরও ঝকঝকে
ট্রফি ধরে রাখার লড়াইয়ে নেমে শাহরুখ দল এবার আরও ঝকঝকে। মাঠের বাইরের লড়াইয়ে সবাইকে টেক্কা দিয়ে কলকাতা নাইট রাইডার্স নামছে একেবারে এক ডজন স্লোগান চড়িয়ে। দলে বেশ কিছু বদল এসেছে। একঝাঁক প্রতিশ্রুতিবান স্পিনার, তারকা পেস অ্যাটাক, কার্যকরী ব্যাটিং লাইন আপ নিয়ে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। আর তার সঙ্গে তাল মিলিয়ে রয়েছে দলের নতুন স্লোগানগুলি--দেখে নেওয়া যায় সেইসব স্লোগান-
ওয়েব ডেস্ক: ট্রফি ধরে রাখার লড়াইয়ে নেমে শাহরুখ দল এবার আরও ঝকঝকে। মাঠের বাইরের লড়াইয়ে সবাইকে টেক্কা দিয়ে কলকাতা নাইট রাইডার্স নামছে একেবারে এক ডজন স্লোগান চড়িয়ে। দলে বেশ কিছু বদল এসেছে। একঝাঁক প্রতিশ্রুতিবান স্পিনার, তারকা পেস অ্যাটাক, কার্যকরী ব্যাটিং লাইন আপ নিয়ে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। আর তার সঙ্গে তাল মিলিয়ে রয়েছে দলের নতুন স্লোগানগুলি--দেখে নেওয়া যায় সেইসব স্লোগান-
মোর স্কিলস, মোর থ্রিলস--দুবার ট্রফি জেতা হয়ে গিয়েছে। এবার লক্ষ্য তৃতীয়বার। তাই স্লোগানেও দেওয়া হয়েছে এমন কথা। আরও স্কিল, আরও থ্রিল। উত্তেজনায় ঠাসা পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যেই এই স্লোগান।
ইওর টিম, ইওর ড্রিম-নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়াটা শুধু দলের মালিক, ক্রিকেটার, কিংবা কর্তাব্যক্তিদের নয় সমর্থকদেরও সেটা বোঝাতে ব্যবহার করা হয়েছে এই স্লোগান।
মোর প্রাইড, মোর অনার-একেবারে নতুন এই স্লোগান আনা হয়েছে দলের জয়ের খিদে বোঝানোর জন্য।
গো ফর মোর- দলের নতুন স্লোগান। কোচ ট্রেভর বেলিস গতবার ফাইনাল ম্যাচের আগে এই কথাই দলের ছেলেদের আত্মতুষ্টি কাটাতে বলেছিলেন। সেটাই এ বছরের স্লোগান।
মোর পাওয়ার, মোর প্যাশান-দলের তারকা ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই স্লোগান।
ওয়ান টিম, ওয়ান প্লেজ- মানে একটা দল, একটা অঙ্গীকার। কিং খানের ভারী পছন্দের স্লোগান এটি। অঙ্গীকার শুধু ভাল খেলার, জেতার নয় সবাইকে আনন্দ দেওয়ার।
সঙ্গে রকব লড়ব জিতব রে, স্লোগান তো থাকছেই...