দীপা পাচ্ছেন খেলরত্ন সম্মান?
দীপা কর্মকার। বিশ্ব দরবারে যাঁর হাত ধরে ভারত শ্রেষ্ঠ আসন নিয়েছে এবার তাঁকেই জাতীয় সম্মান দেবে দেশ।
ওয়েব ডেস্ক: দীপা কর্মকার। বিশ্ব দরবারে যাঁর হাত ধরে ভারত শ্রেষ্ঠ আসন নিয়েছে এবার তাঁকেই জাতীয় সম্মান দেবে দেশ।
অল্পের জন্য রিও অলিম্পিকে পদক হাতছাড়া হয়েছে। ১৫ বছরের অনুশীলন, ৪ বছরের কঠোর পরিশ্রম, 'দ্য গ্রেটেস্ট শো অব দ্য ইউনিভার্স'-এ চার নম্বর হয়েই ভারতে ফিরবেন বঙ্গতনয়া। ভারতের একমাত্র মহিলা যিনি অলিম্পিকের ফাইনালেই শুধু পৌঁছেছেন তা নয়, তৈরি করেছেন ইতিহাস। এক এবং একমাত্র ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের জিমন্যাস্ট ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দীপা। রাশিয়ান জিমন্যাস্ট প্রদুনোভার সঙ্গেই মিশিয়ে দিয়েছেন নিজেকে। একটা পদকের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছেন। 'ডেথ অব ভল্ট'-প্রদুনোভা এখন দীপানোভায় পরিবর্তিত। পদক প্রাপ্তি হয়নি ঠিকই তবে ১৩০ কোটির মন জিতেছেন দীপা। দীপার বাবা বলেছিলেন, দেশে ফিরলেই দীপার জন্য অপেক্ষা করছে বড় উপহার। কী সেই উপহার?
রাজীব গান্ধী খেলরত্নের সম্মানে সম্মানিত হতে পারেন দীপা কর্মকার। ত্রিপুরাকন্যা এবার হয়ে উঠবেন ভারতকন্যা। ২৩ বছরের দীপাকে খেলরত্ন দেওয়া হলে, তা যোগ্যতম সম্মান হবে বলেই মনে করেছেন ক্রীড়াবিদরা। দীপার কোচ বিশ্বশ্বর নন্দী পেতে পারেন দ্রোণাচার্য সম্মান।