অষ্টমীর সকালে এল খবর, ভাল আছেন কপিল দেব
মেয়ের সঙ্গে দেখা যায় কপিল দেবকে
নিজস্ব প্রতিনিধি: ভাল আছেন কপিল দেব। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল দেবের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা দেশ। কপিল দেবের আরোগ্য কামনা করে টুইটও করেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। শনিবার হাসপাতাল থেকে কপিল দেবের একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে হাসিখুশি মেজাজেই দেখা যায় তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কপিল দেবের ছবিটি প্রকাশ্যে আনেন তার প্রাক্তন সতীর্থ চেতন শর্মা।
Kapil Pa ji is OK now after his operation and sitting with his daughter AMYA. Jai mata di.@therealkapildev pic.twitter.com/K5A9eZYBDs
— Chetan Sharma (@chetans1987) October 23, 2020
সপ্তমীতে মন খারাপ করা খবর এলেও, অষ্টমীতে সুস্থ কপিল দেবকে দেখে মন ভাল হয়ে গেল দেশবাসীর। বুকে ব্যথা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬১ বছরের প্রাক্তন ভারত অধিনায়ক। শুক্রবারই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির রিপোর্টে জানা যায়, কপিল দেব বিপন্মুক্ত এবং স্থিতিশীল। অষ্টমীর সকালে হাসিখুশি কপিল দেবকে দেখে উদ্বেগ দূর হল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। রবিবারই হয়তো 'হরিয়ানা হ্যারিকেন'কে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। ডঃ অতুল মাথুরের তত্ত্বাবধানে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।