রবি শাস্ত্রী, সন্দীপ পাটিলের পর এবার করোনার টিকা কপিল দেব, মদন লালকে
গতবছরের অক্টোবরে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কপিল দেব। তাকে বেশ কিছুদিন ভর্তি থাকতে হয় হাসপাতালে।
নিজস্ব প্রতিবেদন – বুধবার দিল্লীর বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ৬২ বছর বয়সী এই কিংবদন্তি অলরাউন্ডার আপাতত কোভিডের প্রথম ডোজ নিলেন।
গতবছরের অক্টোবরে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কপিল দেব। তাকে বেশ কিছুদিন ভর্তি থাকতে হয় হাসপাতালে। তাঁর বুকে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। দেশের হয়ে ১৩১টি টেস্ট ও ২২৫টি একদিনের ম্যাচ খেলেন তিনি। সংবাদসংস্থা এএনআই টুইট করে কপিলের ছবি শেয়ার করে।
Delhi: Veteran cricketer Kapil Dev received his first dose of #COVID19Vaccine at Fortis Hospital today. pic.twitter.com/Gpn5vMRz39
— ANI (@ANI) March 3, 2021
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অপর সদস্য মদন লাল মঙ্গলবার করোনা টিকার প্রথম ডোজ নেন। তিনি টিকা নিয়েই টুইট করে এই খবর জানান। টিকা নিয়ে তিনি গর্বিত বলে ওমন্তব্য করেন মদন লাল।
In the fight against Covid -19 .. im vaccine strong!!! "Proud to get the Jab ". Organized and well handled at Jeewan hospital and nursing home !!! pic.twitter.com/Ur70FSxOyh
— Madan Lal (@MadanLal1983) March 2, 2021
এদিকে মুম্বই ও আহমেদাবাদে মঙ্গলবারই ১৯৮৩ সালের আরও দুই সদস্য প্রথম দফার টিকা নেন। মুম্বইতে টিকা নেন সন্দীপ পাটিল ও আহমেদাবাদে টিকা নেন ভারতের জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী।