দেশের সেনাদের নিয়ে কাইফের এই টুইটটা সত্যি দারুণ
উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার নিন্দা করে দেশের বহু সেলেব্রিটি নানা বক্তব্য রেখেছেন। দেশের ক্রিকেটাররাও তাতে বাদ যাননি। বিরাট কোহলি থেকে বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীররা টুইটারে উরি হামলার নিন্দা করে টুইট করেছিলেন। দেশের সেনাবাহিনীর সাহসিকতাকে সেলাম জানিয়েছিলেন। কিন্তু জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এই বিষয়ে যে টুইটটা করলেন সেটা বেশ ব্যতিক্রমী।
ওয়েব ডেস্ক: উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার নিন্দা করে দেশের বহু সেলেব্রিটি নানা বক্তব্য রেখেছেন। দেশের ক্রিকেটাররাও তাতে বাদ যাননি। বিরাট কোহলি থেকে বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীররা টুইটারে উরি হামলার নিন্দা করে টুইট করেছিলেন। দেশের সেনাবাহিনীর সাহসিকতাকে সেলাম জানিয়েছিলেন। কিন্তু জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এই বিষয়ে যে টুইটটা করলেন সেটা বেশ ব্যতিক্রমী।
কাইফ তাঁর ভক্তদের কাছে আবেদন জানালেন, ' সব জওয়ানদের ছুটি বাতিল হয়ে গিয়েছে। ট্রেন অথবা বাসে যেখানে জওয়ানদের দেখবে তাদের সিট অফার করো।'কাইফের জওয়ানদের সম্মান জানানোর এই পরামর্শ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।
Leave of all Jawans have been cancelled.
If in train or bus, you see a Jawan without a seat, do offer them a seat. pic.twitter.com/0WOE1j0hRd
— Mohammad Kaif (@MohammadKaif) October 4, 2016
টুইটারে তাহলে কী এবার সেওয়াগের মত কাইফও ছক্কা হাঁকাতো শুরু করবেন!
আরও পড়ুন- খেলার সব খবর