বিদেশের মাটিতে তিনটি শতরান করে নজির গড়লেন লোকেশ রাহুল

বিদেশের মাটিতে তিনটি শতরান করে নজির গড়লেন লোকেশ রাহুল। স্পর্শ করলেন সুনীল গাভাসকর ও ভিনু মানকরের রেকর্ড।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবাইনা পার্কে শতরান করে সানি ও ভিনু মানকরকে ধরে ফেলেন রাহুল। শতরান করার পর রাহুল বলেন তিনি শেষ কয়েক মাস ধরে ভাল পারফর্ম করছেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। তিনি এই ধারাকে বজায় রাখতে চান।

Updated By: Aug 1, 2016, 05:24 PM IST
বিদেশের মাটিতে তিনটি শতরান করে নজির গড়লেন লোকেশ রাহুল

ওয়েব ডেস্ক: বিদেশের মাটিতে তিনটি শতরান করে নজির গড়লেন লোকেশ রাহুল। স্পর্শ করলেন সুনীল গাভাসকর ও ভিনু মানকরের রেকর্ড।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবাইনা পার্কে শতরান করে সানি ও ভিনু মানকরকে ধরে ফেলেন রাহুল। শতরান করার পর রাহুল বলেন তিনি শেষ কয়েক মাস ধরে ভাল পারফর্ম করছেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। তিনি এই ধারাকে বজায় রাখতে চান।

আরও পড়ুন বিরাটকে নিয়ে কপিলের কী চাহিদা দেখুন

বিশেষ করে দলের প্রয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান। ইতিমধ্যেই শিখর ধাওয়ান ও মুরলি বিজয় ভারতীয় দলে ওপেনার হিসেবে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। লোকেশ রাহুলের কাছে এখন চ্যালেঞ্জ ওপেনারের জায়গায় নিজের জায়গা পাকা করা।

আরও পড়ুন  অধিনায়কত্ব চলে গেলেও,দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ওয়েন রুনি

.