Jose Barreto: 'সবুজ তোতা' ব্যারেটোর নতুন মোহনবাগান-স্বপ্ন, দেখুন ভিডিয়ো

প্রীতম কোটাল (Pritam Kotal)-বিশাল কাইথরা (Vishal Kaith) প্রথমবার আইএসএল (ISL Final 2023) জেতার পর নিজের সেই মনের ইচ্ছার কথাই জানালেন সবুজ-মেরুনের 'সবুজ তোতা'। জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে সেটাই জানালেন ব্যারেটো। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 20, 2023, 11:38 PM IST
Jose Barreto: 'সবুজ তোতা' ব্যারেটোর নতুন মোহনবাগান-স্বপ্ন, দেখুন ভিডিয়ো
কোচের ভূমিকায় মোহনবাগানে ফিরতে চান হোসে র‌্যামিরেজ ব্যারেটো। ফাইল চিত্র

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় 

একটা সময় ময়দান থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন, নিয়মিত কানে আসত একটা স্লোগান। 'শীত, গ্রীষ্ম, বর্ষা। ব্যারেটোই ভরসা।' অনেক বছর আগে থেকেই তিনি প্রাক্তন। তিনি হোসে র‌্যামিরেজ ব্যারেটো (Jose Barreto)। তবে ফুটবলকে একেবারে ছাড়তে পারেননি। গত কয়েক বছর ধরেই পেশাদার কোচিং করার জন্য নিজেকে তৈরি করছেন। এ লাইসেন্স ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে। এবার অপেক্ষা প্রো লাইসেন্সের সার্টিফিকেটের। সেই লাইসেন্স হাতে পেলেই আইএসএল-এ (ISL) কোচিং করাতে চান। আর তাঁর প্রথম পছন্দ মোহনবাগান (Mohun Bagan)। প্রীতম কোটাল (Pritam Kotal)-বিশাল কাইথরা (Vishal Kaith) প্রথমবার আইএসএল (ISL Final 2023) জেতার পর নিজের সেই মনের ইচ্ছার কথাই জানালেন সবুজ-মেরুনের 'সবুজ তোতা'। জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে সেটাই জানালেন ব্যারেটো। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'মোহনবাগানকে ব্রাজিল-ইতালির সঙ্গে খেলতে হবে'! ক্লাবকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: Mamata Banerjee: সবুজ-মেরুন তাঁবুতে এসেও মুখ্যমন্ত্রীর মুখে সেই ইস্টবেঙ্গল, কী বললেন মমতা?

পুরো সাক্ষাৎকার দেখতে এই লিঙ্কে ক্লিক করুন...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.