শান্তির খোঁজে গঙ্গায় ডুব জন্টি রোডসের! বললেন, শুদ্ধ হল মন-প্রাণ
সামনেই ভরা ক্রিকেট মরশুম। দায়িত্ব, চাপ সবই থাকবে। তাই ২৯ মার্চ আইপিএল যুদ্ধ শুরু হওয়ার আগে মানসিক প্রস্তুতি সারার কাজটা করে রাখলেন জন্টি।
নিজস্ব প্রতিবেদন : ভারতের সঙ্গে তাঁর এক অদ্ভুত সম্পর্ক। অথচ তিনি ভারতীয় নন। ভারতে তাঁর জন্ম হয়নি। কিন্তু স্রেফ ক্রিকেটের সূত্র ধরে তাঁর সঙ্গে এই দেশের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আসলে এই দেশের প্রায় প্রতিটি কোণায় জন্টি রোডসের ফ্যান মিলবে। আর সেটা তিনি নিজেও জানেন। ক্রিকেট যখন খেলতেন তখনও, ক্রিকেট ছাড়়ার পরও ভারতের প্রতি তাঁর ভালবাসা একই রয়েছে। সামনে আইপিএল। আর তাই আগামী কয়েকটা মাস জন্টি রোডস ভারতে থাকবেন। ইতিমধ্যে মুম্বইয়ের ফিল্ডিং কোচ দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন।
সামনেই ভরা ক্রিকেট মরশুম। দায়িত্ব, চাপ সবই থাকবে। তাই ২৯ মার্চ আইপিএল যুদ্ধ শুরু হওয়ার আগে মানসিক প্রস্তুতি সারার কাজটা করে রাখলেন জন্টি। মন ও শরীর শুদ্ধ করতে ডুব দিলেন ঋষিকেশের গঙ্গায়। টুর্নামেন্ট শুরুর আগে ভারতে এসেই সোজা ঋষিকেশে চলে গিয়েছিলেন জন্টি। সেখানে গিয়ে সোজা গঙ্গায় ডুব। সেই ছবি টুইটারে পোস্ট করে লিখলেন, গঙ্গার ঠাণ্ডা জলে স্নান করার সুফল হল শারীরিক ও মানসিক শানসিক শান্তি পাওয়া যায়।
আরও পড়ুন- রনজি ফাইনালে কঠিন প্রতিপক্ষের সামনে বাংলা, খেলতে হবে চারবারের ফাইনালিস্ট-এর বিরুদ্ধে
Benefits of cold water immersion in the Holy Ganges are both physical and spiritual #moksha #rishikesh #internationalyogfestival pic.twitter.com/yKjJUZsoz2
— Jonty Rhodes (@JontyRhodes8) March 4, 2020
ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে বরাবর সম্মান দিয়ে এসেছেন জন্টি। এমনকী নিজের মেয়ের নামও জন্টি রেখেছেন ইন্ডিয়া। বুঝতেই পারছেন, এই দেশের প্রতি তাঁর ভালবাসা ও শ্রদ্ধা ঠিক কোন পর্যায় রয়েছে! এবার গঙ্গায় স্নান করার ছবি পোস্ট করে আরও একবার যেন সমর্থকদের ভালবাসা ও শ্রদ্ধা আদায় করে নিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার। এরই মধ্যে অনেকে জন্টিকে ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছেন।