Joe Root: রুটের রেকর্ড ভাঙাগড়ার খেলা অব্যাহত! এবার টেস্টের এলিট ক্লাবে তিনি

রেকর্ড ভাঙাগড়ার সঙ্গে এখন রুটের নাম জড়িয়ে গিয়েছে। বিশ্ববন্দিত ব্যাটার ফের এক অনন্য কীর্তি স্থাপন করলেন।

Updated By: Dec 26, 2021, 03:36 PM IST
Joe Root: রুটের রেকর্ড ভাঙাগড়ার খেলা অব্যাহত! এবার টেস্টের এলিট ক্লাবে তিনি
জো রুট

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড টেস্ট টিমের সাম্প্রতিক করুণ চিত্রের সঙ্গে তাঁর ব্যাটিংয়ের সাদৃশ্য নেই! ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট (Joe Root) রবিবাসরীয় অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই ফের এক রেকর্ড করে ফেলেলেন। বক্সিং-ডে টেস্টের প্রথম দিনে মেলবোর্নে রুট টপকে গেলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথকে (Graeme Smith)।

এক ক্যালেন্ডার বছরে টেস্ট অধিনায়ক হিসাবে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন রুট। বিশ্ববন্দিত ব্যাটার করে ফেলেলন ১৬৮০ রান। এর আগে প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন করেছিলেন ১৬৫৬ রান। সালটা ছিল ২০০৮। এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টেস্ট রান করেছেন যাঁরা, সেই তালিকায় রুট এখন তিনে। একে পাকিস্তানের মহম্মদ ইউসুফ (১৭৮৮ রান, ২০০৬ সাল)। দুয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্যার ভিভিয়ান রিচার্ডস (১৭১০ রান, ১৯৭৬ সাল)। পাঁচে মাইকেল ক্লার্ক (১৫৯৫, ২০১২ সাল)।

আরও পড়ুন: Ashes Third Test: অজিদের আগুনে ক্রিকেটে প্রথম দিনেই কোণঠাসা ইংরেজরা

এদিন মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অজি বোলারদের দাপটের সামনে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ খড়কুটোর মতো উড়ে যায়। কামিন্স ও ন্যাথান লিঁয় তুলে নিলেন তিনটি করে উইকেট। জোড়া উইকেট পেলেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন রুটই (৫০)। এরপর জনি বেয়ারস্টো (৩৫)। ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে মাত্র ১৮৫ রানে। জবাবে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে তুলেছে ৬১ রান। ওপেন করতে নেমে মার্কাস হ্যারিস অপরাজিত আছেন ২০ রানে। ডেভিড ওয়ার্নার ৩৮ করে ফিরে যান। হ্যারিসের সঙ্গে রয়েছেন লিঁয় (০)। চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়া প্রথম টেস্টে গাবায় ৯ উইকেটে জেতে। এরপর অ্যাডিলে়ডে দিন-রাতের টেস্টে ২৭৫ রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে আছে। দেখা যাক মেলবোর্নেও শেষ হাসি অস্ট্রেলিয়া হাসে কিনা!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.