কামব্যাক করে পদক জিতলেন জিতু রাই

দারুনভাবে কামব্যাক করে পদক পেলেন জিতু রাই। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জিতলেন জিতু। ফাইনালে প্রথম কম্পিটিশনের শেষে সপ্তম স্থানে ছিলেন ভারতের এই শুটার। কিন্তু দ্বিতীয়  কম্পিটিশনে দুটি দশ পয়েন্ট মেরে ছয়ে উঠে আসেন। শেষ কম্পিটিশনে আরও দুটি দশ মেরে পয়েন্ট বাড়িয়ে দুশো ষোল দশমিক সাত পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসে পদক নিশ্চিত করে ফেলেন জিতু রাই। সোমবারই বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছিল জিতু রাই আর হিনা জুটি । চলতি ISSF বিশ্বকাপের মিক্সড ডাবলস দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল  ভারতীয় এই  জুটি। তারপর ফের পদক জিতে নিজেকে প্রমাণ করলেন জিতু রাই।

Updated By: Feb 28, 2017, 10:47 PM IST
কামব্যাক করে পদক জিতলেন জিতু রাই

ব্যুরো: দারুনভাবে কামব্যাক করে পদক পেলেন জিতু রাই। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জিতলেন জিতু। ফাইনালে প্রথম কম্পিটিশনের শেষে সপ্তম স্থানে ছিলেন ভারতের এই শুটার। কিন্তু দ্বিতীয়  কম্পিটিশনে দুটি দশ পয়েন্ট মেরে ছয়ে উঠে আসেন। শেষ কম্পিটিশনে আরও দুটি দশ মেরে পয়েন্ট বাড়িয়ে দুশো ষোল দশমিক সাত পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসে পদক নিশ্চিত করে ফেলেন জিতু রাই। সোমবারই বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব দেখিয়েছিল জিতু রাই আর হিনা জুটি । চলতি ISSF বিশ্বকাপের মিক্সড ডাবলস দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল  ভারতীয় এই  জুটি। তারপর ফের পদক জিতে নিজেকে প্রমাণ করলেন জিতু রাই।

.