Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: কেন জসপ্রীত বুমরা নেই? আসল কারণ জানালেন রোহিত শর্মা

Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: টি-টিয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতের টিম ম্যানেজমেন্ট মোটামুটি অলিখিত ভাবে জানিয়ে দেয়, শামিকে আর টি-টোয়েন্টির জন্য ভাবা হবে না। তাঁকে টেস্ট এবং ৫০ ওভারের ক্রিকেটের জন্য তৈরি রাখা হবে। কিন্তু বুমরার চোট ঘেঁটে দেয় ভারতের সব পরিকল্পনা। বুমরার মতো বোলারের পরিবর্ত হিসাবে এই মুহূর্তে দেশে শামি ছাড়া আর কেউ নেই। কিছুটা বাধ্য হয়েই পরিকল্পনা বদলে শামিকে দলে নিয়েছে ভারত।  

Updated By: Oct 15, 2022, 04:40 PM IST
Jasprit Bumrah, ICC T20 World Cup 2022: কেন জসপ্রীত বুমরা নেই? আসল কারণ জানালেন রোহিত শর্মা
বুমরার কেরিয়ার সবার আগে। জানিয়ে দিলেন রোহিত। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বাদ দিয়েই টি-টিয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) নামছে টিম ইন্ডিয়া (Team India)। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে রোহিত শর্মার (Rohit Sharma) দল যখন মেলবোর্ন স্টেডিয়ামে নামবে, তখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) থাকা টিভি-র সামনে রিমোট হাতে নিয়ে বসে থাকবেন। বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) স্টাম্প উপড়ে দেওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। কারণ, পিঠের পুরনো চোটের জন্য অনেক আগেই কাপ যুদ্ধ থেকে ছিটকে গিয়েছেন 'বুম বুম বুমরা। তাঁর জায়গায় প্রত্যাশিতভাবেই ১৫ জনের দলে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তবে রোহিত কিন্তু স্বীকার করে নিলেন যে, তাঁর দল বুমরার অভাব অনুভব করবে। একইসঙ্গে তিনি জানিয়ে রাখলেন, বুমরার ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আইসিসি আয়োজিত সাংবাদিক সম্মেলনে টিম অধিনায়ক বলেন, 'বুমরার অভাব সবসময় অনুভব হবে। কারণ ও একজন ম্যাচ উইনার। গত কয়েক বছর জাতীয় দলের হয়ে সব ফরম্যাটে দারুণ পারফর্ম করে আসছে। দুর্ভাগ্যজনক ভাবে বিশ্বকাপের আগেই বুমরা চোটের কবলে পড়ল। কিন্তু কী আর করা যাবে! চোট তো কারও হাতে নেই। তবুও ওকে খেলানোর একটা শেষ চেষ্টা করা হয়েছিল। একাধিক ডাক্তারের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকা লোকজন আলোচনা করেছিল। ডাক্তারদের কেউই বুমরাকে মাঠে নামিয়ে দেওয়ার পরামর্শ দিতে চায়নি। বুমরার ফিট হওয়ার ব্যাপারে নেতিবাচক জবাব পাওয়ার পরেই ওকে ছাড়াই বিশ্বকাপ অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম।' 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

গত জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরা। সেই চোট সারিয়ে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টিয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলার পরেই ছিটকে যান তিনি। তবে প্রাথমিক ভাবে চোটের মাত্রা বোঝা যায়নি। ভাবা হচ্ছিল হয়তো তাঁকে চোটমুক্ত রাখার জন্যই দল খেলাচ্ছে না। তারপর আবার সূত্রের মাধ্যমে খবর এল চোট বেশ বড়। ছয় মাসের বেশি সময় হয়তো ক্রিকেট খেলতে পারবেন না বুমরা। কিন্তু পরে ফের খবর এল যে বুমরা 'ব্যাক স্ট্রেন'-এ আক্রান্ত। হয়তো তিনি খেললেও খেলতে পারেন বিশ্বকাপে। যদিও শেষ অবধি নির্বাচকরা ঝুঁকি নেননি। বিশ্বকাপ থেকে ছিটকে যান তারকা জোরে বোলার। তবে নেপথ্যে ঠিক কী হচ্ছিল, সেটা প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানালেন রোহিত। একইসঙ্গে বুমরার বয়সের কথা মাথায় রেখেই দল এমন সিদ্ধান্ত নিয়েছে, সেটাও জুড়ে দিলেন তিনি। 

আরও পড়ুন: INDW vs SLW, Womens Asia Cup 2022: রেণুকা-রাজেশ্বরীদের দাপুটে বোলিং, রেকর্ড সপ্তম এশিয়া কাপ জিতল হরমনের প্রমীলাবাহিনী

আরও পড়ুন: Rohit Sharma and Babar Azam, IND vs PAK: সীমান্ত সন্ত্রাস, রাজনৈতিক চাপানউতোর ভুলে ক্রিকেট যুদ্ধের আগে ফটোশ্যুটে মজে রোহিত-বাবর

'হিটম্যান' যোগ করেন, 'বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। কিন্তু এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল বুমরার শরীর ও স্বাস্থ্য। মনে রাখবেন ওর মাত্র ২৮ বছর বয়স। এখনও বুমরার সামনে অনেক দীর্ঘ কেরিয়ার রয়েছে। সেইজন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। প্রত্যেক ডাক্তার ওকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিল। আমরা সম্মিলিত ভাবে সেটাই মেনে নিয়েছি। কারণ আমার বিশ্বাস বুমরা চোট সারিয়ে ঠিক ফিরে আসবে। এবং দেশকে অনেক ম্যাচ জেতাবে।'  

বুমরা অভাব অনুভব করলেও রোহিতের কথায় যারা নেই তাঁদের কথা না ভেবে যারা আছে সেই বোলারদের নিয়ে ভাবা উচিত। প্রথম একাদশের কম্বিনেশনও ঠিক করে নিয়েছেন। সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। রোহিতের দাবি তিনি বলেন শেষ মুহূর্তে পরিবর্তন করতে তিনি পছন্দ করেন না। কার কী ভূমিকা সেটা তাদের ইতিমধ্যেই বলে দিয়েছেন। যাতে তাঁরা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারেন। বুমরার পরিবর্তে আসা শামি শনিবার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে নেমে পড়েছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.