আজ ইংল্যান্ড-ইতালি মহারণ

আজ রাতে ইউরো কাপের শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইতালি। গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন দল হিসাবে শেষ আটে পৌঁছেছে রয় হজসনের দল। ইংল্যান্ডের কোচ হিসাবে দায়িত্ব নেওযার পর এখনও কোন ম্যাচ হারেননি ওয়েন রুনিরা। রবিবার সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া ইংল্যান্ড শিবির।

Updated By: Jun 24, 2012, 10:40 AM IST

আজ রাতে ইউরো কাপের শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইতালি। গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন দল হিসাবে শেষ আটে পৌঁছেছে রয় হজসনের দল। ইংল্যান্ডের কোচ হিসাবে দায়িত্ব নেওযার পর এখনও কোন ম্যাচ হারেননি ওয়েন রুনিরা। রবিবার সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া ইংল্যান্ড শিবির। ইতালির বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তনের পক্ষপাতি নন ইংল্যান্ড কোচ। ফলে ওয়ালকটকে রিজার্ভ বেঞ্চেই বসতে হচ্ছে।ইংল্যান্ড আক্রমনভাগে রুনি আর ওয়েলব্যাককে আটকানো রীতিমত চ্যালেঞ্জ হতে চলেছে ইতালির ডিফেন্সের সামনে। নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই রুনির গোল পাওয়া স্বস্তিতে রেখেছে হজসনকে।
গ্রুপ লিগে ইতালি সেরা ছন্দে খেলতে না পারলেও, কোয়ার্টার ফাইনালে তাদের একেবারে অন্য চেহারায় পাওয়া যাবে বলে মনে করছেন ইতালি কোচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ফর্মেশনে বদল আনছেন কোচ প্রান্দেলি।রুনিদের বিরুদ্ধে ৪-৩-১-২ ছকে খেলবেন বালেটোলিরা। আজ চেলেনি আর থিয়াগো মোটোর প্রথম একাদশে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইতালি কোচ বলছেন বালেটোলি আর ক্যাসানোর কম্বিনেশন চাপে ফেলে দিতে পারে জন টেরিদের। ইতালির বিরুদ্ধে ইংল্যান্ডের ট্র্যাকরেকর্ড বেশ খারাপ। শেষ ৯টা ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিতেছে তারা। উল্লেখযোগ্য ব্যাপার হল ইংল্যান্ড কোচ রয় হজসনের মতো ইতালি কোচ প্রান্দেলিও দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও কোনও ম্যাচ হারেনি।

.