ক্রিকেট বলের আঘাতে এ বার মারা গেলেন আম্পায়ার
ফিলিপ হিউজেসের মৃত্যু শোকের মাঝেই বাইশ গজের দুনিয়ায় আবার একটা খারাপ খবর। এ বার বলের আঘাতে মারা গেলেন আম্পায়ার। মৃত আম্পায়ারের নাম হিলেল ওয়াসকার। যিনি ইজরায়েল জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন।
ওয়েব ডেস্ক: ফিলিপ হিউজেসের মৃত্যু শোকের মাঝেই বাইশ গজের দুনিয়ায় আবার একটা খারাপ খবর। এ বার বলের আঘাতে মারা গেলেন আম্পায়ার। মৃত আম্পায়ারের নাম হিলেল ওয়াসকার। যিনি ইজরায়েল জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন।
৫৫ বছর বয়সী ওয়াসকার ইসরায়েলের দক্ষিণ বন্দর নগর আশদদে লিগের এক ম্যাচে আম্পায়ারিং করছিলেন। হঠাত্ই সে সময় ব্যাটসম্যানের ব্যাট থেকে ছুটে এসে সজোরে তাঁর চোয়ালে আঘাত হেনেছিল বলটি।
তবে চিকিৎসকেরা জানিয়েছেন, ঠিক সরাসরি বলের আঘাতে মৃত্যু হয়নি ওয়াসকারের। বলটি আঘাত করার পর তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা বাঁচাতে পারেননি তাঁকে।
ইজরায়েল ক্রিকেট সংস্থার (আইসিএ) প্রধান নাওর গুডকার জানিয়েছেন, গতকাল ছিল এই মৌসুমের জাতীয় লিগের শেষ ম্যাচ। আর সেই ম্যাচেই এমন দুর্ভাগ্যের শিকার হতে হলো ওয়াসকারকে। ১৯৮২ সাল থেকে পাঁচটি আইসিসি ট্রফিতে দেশের হয়ে খেলেছেন ওয়াসকার। ২০০৬ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলের হয়ে। বাঁহাতি স্পিন করতেন, ছিলেন হার্ড হিটার ব্যাটসম্যানও। আশদদ ‘এ’ দলের হয়ে ২৪৪ রানের অপরাজিত একটা ইনিংস আছে তাঁর। যেটি স্থানীয় লিগের সর্বোচ্চ স্কোরের রেকর্ড।