জামশেদপুর ছাড়লেন সুব্রত, দলবদল 'স্পাইডারম্যান'-এর
বৃহস্পতিবার দুই তরফের চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: আইএসএল দলবদল ভারতীয় গোলরক্ষক সুব্রত পালের। জামশেদপুর এফসি ছেড়ে সুব্রত দু'বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন আইএসএল -এর ক্লাব হায়দরাবাদ এফসি-র সঙ্গে। বৃহস্পতিবার দুই তরফের চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জামশেদপুর এফসি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই সুব্রত-র সঙ্গে যোগাযোগ করে গত মরশুমে প্রথম আইএসএল খেলা হায়দরাবাদ এফসি।
IT'S OFFICIAL! Hyderabad FC have completed the signing of experienced goalkeeper Subrata Paul on a two-year deal. More to follow. #HyderabadFC #WelcomeSubrata pic.twitter.com/3LrwKUafM3
— Hyderabad FC (@HydFCOfficial) June 4, 2020
হায়দরাবাদ এফসি-র সঙ্গে গাঁটছড়া বাঁধার পর সুব্রত জানান, "জামশেদপুর এফসি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর হায়দরাবাদ এফসি যোগাযোগ করে। তাদের প্রস্তাব পছন্দ হয়েছে। আর একটা সময় ছিল যখন ভারতীয় ফুটবলকে শাসন করত মুষ্টিমেয় কয়েকটি দল। এখন সারা দেশ জুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে । আর এটা সম্ভব হয়েছে আইএসএল-র জন্য।"
জাতীয় দলে প্রত্যাবর্তন সুব্রত-র কাছে কঠিন চ্যালেঞ্জ। তাই আর কোনও দিকে না তাকিয়ে বর্তমানে আইএসএল-এ মনোনিবেশ করতে চান সোদপুরের মিষ্টু ।
আরও পড়ুন - বাংলাদেশের বিদায়ী কোচ এবার ভারতীয় দলের দায়িত্বে