চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে যুবির বিরুদ্ধে FIR,চাপে পড়ে ক্ষমা চাইলেন যুবরাজ

লকডাউনে রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছিলেন যুবরাজ সিং। তখনই মজা করে যুজবেন্দ্র চাহলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজ সিং।

Updated By: Jun 5, 2020, 03:30 PM IST
চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে যুবির বিরুদ্ধে FIR,চাপে পড়ে ক্ষমা চাইলেন যুবরাজ

নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত চাপে পড়ে ক্ষমা চাইলেন যুবরাজ সিং। তিনি কোনও বৈষম্যে বিশ্বাস করেন না বলে টুইট করে জানালেন তারকা অলরাউন্ডার। যজুবেন্দ্র চহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বিপাকে পড়ে যান যুবি। প্রাক্তন তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন দলিত অধিকার কর্মী এবং আইনজীবী রজত কলসন। যুবরাজ দলিত ভাবাবেগে আঘাত করেছেন বলে দাবি তাঁর।

লকডাউনে রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছিলেন যুবরাজ সিং। তখনই মজা করে যুজবেন্দ্র চাহলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজ সিং। সেই অংশটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপরেই নেটিজেনরা দাবি তোলেন চাহলের কাছে ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। শুরু হয়, 'যুবরাজ সিং মাফি মাঙ্গো' ক্যাম্পেনও।

শেষপর্যন্ত টুইট করে ক্ষমা চাইতে বাধ্য হলেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। যুবরাজের সাফাই, তাঁর মন্তব্যে কারোর ভাবাবেগ আঘাত লেগে থাকলে তিনি দুঃখিত।

 

আরও পড়ুন -আই লিগে নতুন দল নেওয়ার জন্য বিজ্ঞাপন দিল AIFF

 

.