সচিন নিচে, সৌরভ মাঝে, বিরাট শীর্ষে (আইএসএলের পয়েন্ট টেবলে)

আই এস এলের কোন দল এখন কোথায় দাঁড়িয়ে, দেখে নিন এক ঝলকে। সেমিফাইনালে যাওয়ার এবারও যথেষ্ঠ সম্ভবনা রয়েছে অ্যাটলেটিকো কলকাতা। প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেও গতবারের চ্যাম্পিয়নরা পরে একটু পিছিয়ে গিয়েছিল। কিন্তু ফের নিজেদের গুছিয়ে নিয়েছে হাবাসের দল। চলে এসেছেন মর্কি ফুটবলার পোস্টিগাও। আগামী চারটে ম্যাচ ভালো খেলতে পারলেই, এবারও শেষ চারে যাওয়া আটকাবে না অ্যাটলেটিকোর। তবে, এখনও লিগ টেবলের শীর্ষে রয়েছে জিকোর এফ সি গোয়াই। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রবার্তো কার্লোসের দিল্লি ডায়নামোসও। তারা শুধুমাত্র পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে তার কারণ, গোল পার্থক্য। তার আগে দেখে নিন আইএসএলের পয়েন্ট টেবল (আজকের চেন্নাইয়ান এফ সি বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচের আগে পর্যন্ত। হাফ টাইম পর্যন্ত এগিয়ে রয়েছে চেন্নাইয়ান এফ সি)

Updated By: Nov 21, 2015, 08:12 PM IST
সচিন নিচে, সৌরভ মাঝে, বিরাট শীর্ষে (আইএসএলের পয়েন্ট টেবলে)

ওয়েব ডেস্ক: আই এস এলের কোন দল এখন কোথায় দাঁড়িয়ে, দেখে নিন এক ঝলকে। সেমিফাইনালে যাওয়ার এবারও যথেষ্ঠ সম্ভবনা রয়েছে অ্যাটলেটিকো কলকাতা। প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেও গতবারের চ্যাম্পিয়নরা পরে একটু পিছিয়ে গিয়েছিল। কিন্তু ফের নিজেদের গুছিয়ে নিয়েছে হাবাসের দল। চলে এসেছেন মর্কি ফুটবলার পোস্টিগাও। আগামী চারটে ম্যাচ ভালো খেলতে পারলেই, এবারও শেষ চারে যাওয়া আটকাবে না অ্যাটলেটিকোর। তবে, এখনও লিগ টেবলের শীর্ষে রয়েছে জিকোর এফ সি গোয়াই। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রবার্তো কার্লোসের দিল্লি ডায়নামোসও। তারা শুধুমাত্র পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে তার কারণ, গোল পার্থক্য। তার আগে দেখে নিন আইএসএলের পয়েন্ট টেবল (আজকের চেন্নাইয়ান এফ সি বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচের আগে পর্যন্ত। হাফ টাইম পর্যন্ত এগিয়ে রয়েছে চেন্নাইয়ান এফ সি)

ক্লাব ম্যাচ জয় হার ড্র গোল করেছে গোল খেয়েছে গোল পার্থক্য পয়েন্ট
এফ সি গোয়া ১০     ৫       ২        ৩          ২০ ১২ ১৮
দিল্লি ডায়নামোস ১০ ১১ ১৮
অ্যাটলেটিকো ডি কলকাতা ১১ ১৬ ১৩ ১৭
নর্থ ইস্ট ইউনাইটেড ১১ ১৩ ১৮ -৫ ১৬
এফ সি পুনে সিটি ১১ ১৪ ১৫ -১ ১৫
চেন্নাইয়ান এফ সি ১১ ১৫ ১৪ ১৩
মুম্বই সিটি এফ সি ১১ ১২ ২০ -৮ ১২
কেরালা ব্লাস্টার্স ১১ ১৬ ১৬ ১১

 

.